কিশোরগঞ্জে সংঘর্ষে তিন ভাইসহ নিহত ৫

0
0

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারের বিরোধে দুদল গ্রামবাসীর সংঘর্ষে তিন সহোদরসহ পাঁচ জন নিহত হয়েছেন।মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন বলেন, উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্রাম এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত অর্ধশত।

নিহতরা হলেন স্থানীয় সুজন মিয়ার ছেলে রাজীব (৩২), আয়ুব রেজার ছেলে মকবুল মিয়া (৩৩) এবং আব্দুল আজিজের তিন ছেলে ফারদিস (৫৫), মাখন (৪৮) ও মাসুম (৪৫)।গ্রেপ্তার এড়ানোর ভয়ে আহতরা গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওসি বলেন, লাশগুলো ঘটনাস্থলে আছে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।এ ঘটনায় কোনো আটক নেই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।ঢাকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, চারিগ্রামের টাগুরিয়া পাড়ার বাসিন্দা আওয়ামী লীগ নেতা সুলেমান ভুঁইয়ার সমর্থকদের সঙ্গে ভুঁইয়া হাটির বিএনপি নেতা পল্লব ভুঁইয়ার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।জমি ও মাছ চাষ নিয়ে বিরোধের কারণে উভয়পক্ষের একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে।তিনি বলেন, বেলা ১২টার দিকে সুলেমান ভুঁইয়ার আত্মীয় সুজন মিয়ার ছেলে রাজীব (৩২) মিঠামইন বাজার থেকে ফেরার পথে নয়াহাটি এলাকায় প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়।এক পর্যায়ে বুকে বল্লমের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজীবের মৃত্যুর পর উভয়পক্ষের কয়েকশ গ্রামবাসী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে সুলেমানের সমর্থক মকবুল মিয়া এবং পল্লবের সমর্থক তিন সহোদর ফারদিস, মাখন, ও মাসুম নিহত হন।