চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার পলাতক আসামি মুসার ভাই সাইদুল আলম সিকদার ওরফে সাকুকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপরিত এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কুমার দেবুল দে এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
উল্লেখ্য, গত বছরের ৫ জুন প্রকাশ্যে মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনার মাস্টারমাইন্ড হচ্ছে মুসা ওরফে আবু মুসা। তার নির্দেশেই মিতুকে হত্যা করা হয়।এ ঘটনায় গ্রেফতার সাকুর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে- তার সরবরাহ করা মোটরসাইকেল চালিয়েই মিতুকে খুন করা হয়। আর মুসাই মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে যান।
আলোচিত এ মামলায় সাকু ছাড়াও আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- আনোয়ার, ওয়াসিম, এহতেশামুল হক ভোলা, সাইদুল ইসলাম সিকদার ওরফে সাকু, শাহজাহান, আবু নাসের গুন্নু ও শাহজামান ওরফে রবিন।