মিঃ নটের যত কথাঃ গল্পে গল্পে গণতন্ত্র ০২

(ধারাবাহিক পূর্ব প্রকাশের পর)  বাহ্‌ ! কি দারুন মজা। চায়ের কাপে যেন ঝড় তুলেছে এই ক্রিকেট। সেই সাথে সিমি ভাবীর মচমচে সামুচা ভাজা। মাহমুদুলের পর পর দু’ ছক্কার আমেজ যেন কাটছেই না। মিঃ নট একটু যেন অসহায় বোধ করলেন, তার কথা কেউ শুনছে না। এ সময় ইমরুল মিঃ নটের কাছে এসে বসল। গুলশান আর কাজী তো আগে থেকেই ওর সাথে বসে আছে।

ইমরুলঃ নট তুই চুপ কেন? মিঃ নটঃ কেউ আমার কথা শুনছে না, একমাত্র গুলশান ছাড়া। গণতন্ত্রের কথা শুনার লোক নেই ইমরুলঃ কি যে বলিস্‌! আমি খোদ গণতন্ত্রের মাঝখানে বসে কাজ করি, কমিশন অন হিউম্যান রাইটসে, এ সিটিতে। আমাকে বল্‌, কি জানতে চাস্‌……।  মিঃ নটঃ আচ্ছা, তোদের কমিশনটা কি বাংলাদেশের মানবাধিকার কমিশনের মত?

ইমরুলঃ হতে পারে, অনেকটা একই ধরণের।মিঃ নটঃ কি করিস্‌ তোরা? ইমরুলঃ অনেক কিছু, যেমনঃ কর্মক্ষেত্রে বৈষম্য নিরসন, উত্তক্তি প্রতিহতকরন, গৃহ-দাঙ্গা নিরসন,  যৌন হয়রানি নিরসন ইত্যাদি। এছাড়া, কমিশন হিউম্যান রাইটস ল’ বাস্তবায়ন করে।(কাজী একটু এগিয়ে আসল ওদের কাছে) কাজীঃ এসব বিষয়ে তো বাংলাদেশে আমি অনেকবার লিখেছি, টক্‌ শোতে বহুবার বলেছি……কিছু  তো হয় নি…ইমরুলঃ শুধু বললে তো হবে না, কাজও তো করতে হবে। আর যেমন-তেমন কাজ নয়, সুন্দর  পদ্ধতি তৈরী করতে হবে, যাকে বলে নিশ্ছিদ্র……চেকড এন্ড ব্যালাঞ্চড…। একেবারে উপর থেকে চিন্তা করে……যাকে বলে ‘স্বয়ং সম্পূর্ণ’, গুরুতর কোন ফাঁক-ফোকর নেই এমন…

কাজীঃ যেমন? ইমরুলঃ আরে, ওরা নখ-দন্তহীন নয়? ওরা কাজ করে আইনের ভিত্তিতে, কারো কৃপায় তারা আসে না, আসে নিজের যোগ্যতায়, কারো কথাও তাদেরকে শুনতে হয় না। শুধু তাই নয়, ওদের কমিশনের যেমন আইন প্রয়োগ করার স্বাধীন ক্ষমতা আছে, তেমনি আছে তাদের আইনটাকে মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য কমিউনিটি রিলেসন্স বিভাগ, যারা ঐ আইনের উপর প্রশিক্ষণ দেয়। অর্থাৎ যেমন আছে শাস্তি দেয়ার ব্যবস্থা, তেমনি আছে সেবা ও প্রশিক্ষণ কার্যক্রম, বুঝলি কাজী…? কাজীঃ বুঝলাম, বেশ ভাল তো………মিঃ নটঃ আছা ইমরুল, ওদের আইনটা কি খুব ভাল, মানে বিস্তারিত যা কিনা পরিষ্কারভাবে বুঝা    যায়?  ইমরুলঃ আমাকে অতো জিজ্ঞেস করিস্‌ কেন? ইন্টারনেটে ওদের ওয়েবসাইটটা একটু দেখ না।  আজকাল অবাধ তথ্য-প্রবাহের যুগ, সবকিছু যেন আঙ্গুলের ডগায়……আচ্ছা, বাংলাদেশের  মানবাধিকার কমিশনের ভাল কোন আইন নেই……পরিস্কার……স্বাধীন………মিঃ নটঃ থাকা তো উচিৎ…… সংবিধানে তো আছেই……তার বলেই তো ওটুকু হয়েছে……মানে  সেই কমিশনটি…। কিন্তু, দু’দিন পর পর একটা করে হত্যা কান্ড ঘটে…দেখি তো  চেয়ারময়ান সাহেব গিয়ে শান্ত্বনা দেন……(গুলশানের দিকে এতক্ষণ কেউ নজর দেয় নি) ইমরুলঃ গুলশান, তুমি তো প্রতিমন্ত্রী ছিলে গতবারে……ওদের সরকারে……আচ্ছা বলত…ঐ শান্ত্বনা  দেয়ার পর কি হয়? কেসটা কি ওরা বিচার করতে পারে?

গুলশানঃ আহ্‌ কি যে বলেন, ইমরুল ভাই, বিচার করতে হবে কেন? আমরা কি জন্য আছি?  আমাদের সরকারী উকিল কি জন্য আছে? মিঃ নটঃ আরে গুলশান, তুমি সাবেক প্রতিমন্ত্রী হয়ে এ কথা বল বুঝি? তোমাদের আদালতে তো  ৩০ (ত্রিশ) লক্ষ মামলা ঝুলে আছে? যার জন্য তো দেখছি, প্রধান বিচারক মহদোয়  এখানে-সেখানে দৌড়-ঝাপ করছে। কথাই তো আছে, জাস্টিস ডিলেইড, জাস্টিস  ডিনাইড…। আমরা সবার জন্যে ন্যায়-বিচার নিশ্চিত করতে চাই…  গুলশানঃ নট ভাই, কি করবেন…আমরা তৃতীয় বিশ্বের লোক……মিঃ নটঃ তাতে কি? ফিক্স করতে হবে…।। মানবাধিকার কমিশনের কোন ভাল আইন ও পদ্ধতি  আছে কিনা…দেখতে হবে… ওগুলোর উন্নয়ন করতে হবে, যুগোপযোগি  করে। আর ওদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ওদের নিজের মামলা নিষ্পত্তি  ব্যবস্থা থাকতে হবে। তারা মানুষকে প্রশিক্ষণও দিবে ঐ আইন বিষয়ে…বিকল্প বিরোধ  নিষ্পত্তি (এ ডি আর) ব্যবস্থাও থাকতে হবে… গুলশানঃ আর কিছু…নট ভাই…? মিঃ নটঃ হ্যাঁ…।ওদের আর্থিক স্বাধীনতাও দিও…বাজেট বগল-দাবা কইরো না আবার…।গুলশানঃ তাহলে…আমরা দলের লোকেরা কিছুই করব না? মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো……মিঃ নটঃ আরে না? তোমাদের কাজ হবে ওদেরকে গোপনে পর্যবেক্ষণ করা, দেখবে ওরা আইন মোতাবেক কাজ করছে কিনা? কারো কাছে পয়সা নিয়ে বিচার বিক্রি করছে কিনা? এটা হলে কিন্তু সর্বনাশ………দেশ ডুবে যাবে। তোমরা চিন্তা করছো কেন, তোমাদের পাকড়াও করার ক্ষমতা তো থাকছেই…।।গুলশানঃ (হেসে)ও ভাই নট…আপনি তো দারুন লোক গো……। আচ্ছা, আমার দলের লোকদের  বলবো……আপনার চা ঠান্ডা হয়ে গেল যে……   (অন্যরা সব ব্যস্ত……চার-ছক্কা গেল কই…হৈ হৈ…রৈ রৈ…) (চলবে)

লেজুড়সমূহঃ চায়ের কাপে ঝড়, কমিশন অন হিউম্যান রাইটস, বাংলাদেশের মানবাধিকার কমিশন, কর্মক্ষেত্রে বৈষম্য নিরসন, হিউম্যান রাইটস ল’, টক্‌ শো, সুন্দর গণতান্ত্রিক পদ্ধতি, আইনের ভিত্তিতে কাজ, কমিউনিটি রিলেসন্স বিভাগ, আইনের উপর প্রশিক্ষণ, অবাধ তথ্য-প্রবাহের যুগ, হত্যা কান্ড বনাম শান্ত্বনা, ‘জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড’, তৃতীয় বিশ্বের মানুষ, ভাল আইন ও পদ্ধতি গুরুত্বপূর্ণ, নিজের মামলা নিষ্পত্তি ব্যবস্থা, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এ ডি আর), আর্থিক স্বাধীনতা, গোপনে পর্যবেক্ষণ, সবার জন্যে ন্যায়-বিচার নিশ্চিত করতে হবে, পয়সা নিয়ে বিচার বিক্রি এবং পাকড়াও করার ক্ষমতা।

খন্দকার হাবীব আহ্‌মেদ (লেখক কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত)