বিশ্বজিৎ হত্যা মামলায় খালাস পাওয়া তিনজনের গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি

পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে খালাস পাওয়া ৩জন মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছে। মুক্তি প্রাপ্তরা হলো- নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে সাইফুল ইসলাম (২৯), বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়ার এলাকার আতিকুর রহমানের ছেলে এ এইচ এম কিবরিয়া (৩৬) এবং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাজৈর এলাকার আশেক উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৩১)।

জানা গেছে, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের মধ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে একটি মিছিল থেকে গিয়ে কয়েক যুবক দর্জি দোকানি পথচারী বিশ্বজিৎকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। আলোচিত ওই ঘটনার মামলার রায়ে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল সাইফুল ইসলামসহ আটজনকে ফাঁসি এবং এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফাসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে আসামী পক্ষ উচ্চ আদালতে আপীল করে। পরে উচ্চ আদালত আপীলের রায়ে মৃত্যুদন্ডে দন্ডিত দুজনের পূর্বের সাজা বহাল রেখে সাইফুল ইসলামসহ দুজনকে খালাস ও অপর চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। এছাড়াও রায়ে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে ওই মামলা থেকে খালাস দেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, আদালতের রায়ে সাইফুল ইসলাম, এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে খালাস দেওয়া হয়। আদালতের আদেশ ও ক্লিয়ারেন্স কারাগারে পৌঁছার পর তা যাচাই-বাছাই শেষে মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। ২০১৩ সাল থেকে বিশ্বজিৎ হত্যা মামলার ওই তিন আসামি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।