কোন ধরনের সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না বিএনপি

0
0

সরকার ইচ্ছাকৃতভাবেই ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে যেতে দেয়নি বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপি এই মুহূর্তে কোনো সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ইচ্ছাকৃতভাবেই সিপিসি সম্মেলনের দোহাই দিয়ে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনে বাধা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ফখরুল। তিনি বলেন, চেয়ারপারসনের উপস্থিতিতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে প্রতিবছর জিয়ার মাজারে আমরা পুষ্প অর্পণ করি। এটি বাংলাদেশের একটি তাৎপর্যপূর্ণ দিন। প্রতিবছর দিনটি পালন করি। এবার আমাদের সেই সুযোগ থেকে সরকার বঞ্চিত করেছে। অতীতের সব রেকর্ড ভেঙে প্রধান বিচারপতিকে জোর করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ভিন্ন কায়দায় ভিন্ন মোড়কে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে সরকার। বিভিন্ন কারণে আগামী ১১ নভেম্বরের জনসভা ১২ নভেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করবো দেশের রাজনৈতিক কর্মকা- পরিচালনার ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে।জিয়াউর রহমান দেশে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রচেষ্টায় আজ বাংলাদেশে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছে।’ জানান দলটির মহাসচিব।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রাখা হলেও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের কারণে অনুমতি মেলেনি।
দলের প্রতিষ্ঠাতার সমাধিতে যেতে না পেরে নয়া পল্টনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ চালুর মধ্য দিয়ে ৭ নভেম্বর পালন করে বিএনপি।সংবাদ সম্মেলনে এক প্রশ্নে ফখরুল বলেন, আমরা মনে করি, এটা সরকার ইচ্ছাকৃতভাবেই করেছে। ওই জায়গাটা (জিয়াউর রহমানের সমাধি) বাদ দিলে তো তারা (সরকার) পারত। কারণ ওই দিকটাতে তাদের খুব বেশি সম্মেলন কিন্তু এফেক্ট করে না।তারা এটা ইচ্ছাকৃতভাবে করেছে। আমরা যেটা বিশ্বাস করি, এই সরকার করেই আসছে- আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো তারা কেড়ে নিচ্ছে।প্রতিবছর এ দিনটিতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে ফখরুল বলেন, দুর্ভাগ্যক্রমে এবারই আমরা সেই অধিকারটুকু থেকেও বঞ্চিত হয়েছি। কমনওয়েথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের একটি কনফারেন্সের বরাত দিয়ে সরকার ১৪৪ ধারা জারি করায় সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছি।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রথমে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। পরে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের কারণে তারিখ বদলে ১১ নভেম্বর সমাবেশের অনুমতি চাওয়া হয় দলের পক্ষ থেকে। মঙ্গলবার আবার তারিখ পরিবর্তন করে ১২ নভেম্বর সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে।সমাবেশ করতে সরকার সহযোগিতা করবে আশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, অন্যথায় এটাই প্রমাণিত হবে আবারো তারা সমস্ত রাজনৈতিক দলের অধিকার কেড়ে নিচ্ছে, জনগণের অধিকার কেড়ে নিচ্ছে এবং মুক্ত কোনো ব্যবস্থা রাখতে দিচ্ছে না।বাংলাদেশে গণতন্ত্র না থাকার বিষয়টি’ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সদস্য দেশগুলোকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।