গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ তার স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। নিহতের নাম ফরিদা পারভীন (৩০)। সে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার মামুন হোসেন খানের স্ত্রী।
কালিয়াকৈর থানার এসআই আজিম হোসেন ও স্থানীয়রা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বাহাদুরপুর এলাকার খাদেম মিয়ার মেয়ে ফরিদা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকার ফারইস্ট নীটওয়ার লিমিটেড কারখানায় ফোল্ডিংম্যান পদে চাকুরী করতো। প্রায় বছর খানেক আগে এক সন্তানের জননী ফরিদা ভালবেসে এপেক্স গার্মেন্টস কারখানার নিরাপত্তা কর্মী মামুনকে বিয়ে করে। এটি তাদের দু’জনেরই দ্বিতীয় বিয়ে। মামুন বর্তমানে চা-পানের দোকানী। বিয়ের পর তারা চান্দরা এলাকার দাবির সরকারের বাড়ীতে ভাড়া থাকতো। প্রতিদিনের মতো সোমবার রাতে খাওয়া দাওয়া শেষে তারা একই ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন (মঙ্গলবার) সকালে ঘুম থেকে জেগে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো স্ত্রী ফরিদার ঝুলন্ত লাশ দেখতে পায় মামুন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় পুলিশ তার স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এটি হত্যা না আতœহত্যা ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। তবে ফরিদা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।