হেলিকপ্টার দুর্ঘটনায় সৌদি প্রিন্স নিহত

0
0

ইয়েমেনের সীমান্তের কাছ দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন সৌদি রাজপুত্রসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। রাষ্ট্রীয় আল-ইখবারিয়া নিউজ চ্যানেল জানায়, আসির প্রদেশের ডেপুটি গভর্নর প্রিন্স মনসুর বিন মুকরিন এবং অন্যান্য আঞ্চলিক কর্মকর্তাদের নিয়ে হেলিকপ্টারটি যাওয়ার সময় ইয়েমেন সীমান্ত সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নিয়মিত অনুসন্ধানী সফর শেষে ফেরার সময় স্থানীয় সময় রোববার রাতে প্রিন্স মনসুর ও সঙ্গী কর্মকর্তাদের নিয়ে হঠাৎ বিধ্বস্ত হয় হেলিকপ্টার। তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। আরোহীদের কেউ জীবিত নেই বলেও মনে করা হচ্ছে। এ দুর্ঘটনার ঠিক আগের দিন সৌদির রিয়াদে অবস্থিত কিং খালিদ বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোঁড়া একটি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানার আগেই আকাশে ধ্বংস করে দেয়ার দাবি করে দেশটির বিমানবাহিনী।

অন্যদিকে ঘটনাটি এমন সময় ঘটল যখন সৌদিতে নবগঠিত এক দুর্নীতি দমন কমিটির দুর্নীতিবিরোধী অভিযানে ১১ রাজপুত্র, ৪ বর্তমান মন্ত্রী এবং ২০-২৫ জন সাবেক মন্ত্রীকে আটক হয়েছেন। রাজকীয় নির্দেশনামার ভিত্তিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে ওই কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই হওয়া আটকের ঘটনায় দেশটিতে তোলপাড় চলছে। নিহত প্রিন্স মনসুর আরেক সাবেক যুবরাজের ছেলে। তার বাবা মুকরিন বিন আবদুল আজিজ বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সৎভাই। ২০১৫ সালে বাদশাহ হওয়ার পর সালমান তার সৎভাই মুকরিন বিন আবদুল আজিজকে মাত্র তিনমাস সৌদি আরবের যুবরাজ পদে থাকার পর সরিয়ে আপন ভাতিজা মোহাম্মদ বিন নাইফকে নতুন যুবরাজের মর্যাদা দিয়েছিলেন।