৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) সম্মেলনের উদ্বোধন করলেন সিপিএ’র ভাইস প্যাট্রোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করেন। এই সম্মেলন উদ্বোধন করার সময় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে কমনওয়েলথ পার্লামেন্টারির সদস্যেদের আহ্বান করেন তিনি।
সম্মেলনে যে অতিথিরা অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি অতিথিদের পাশাপাশি দেশের বিভিন্নস্তরের ১ হাজার ৫০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে সম্মেলনে। এই সম্মেলন চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
সম্মেলন উপলক্ষে বর্ণিল রঙে সাজানো হয়েছে জাতীয় সংসদ ভবন ও রাজধানীর রাজপথ। মোট ৪৪টি দেশের জাতীয় পতাকা ও রাজধানীর ছবিসহ সুদৃশ্য আইল্যান্ড বোর্ড শোভা বর্ধন করছে সংসদ ভবনের ভিতরের রাস্তার দুই পাশে।