সাভারে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার যুবলীগ নেতা শফিক মৃধা

0
0

অটোবাইক থেকে চাঁদাবাজির অভিযোগে সাভারের বহিষ্কৃত যুবলীগ নেতা শফিক মৃধাকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া শফিক সাভার কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীকে অপহরণ মামলার প্রধান আসামি। রোববার সকালে তাকে আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। শফিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই শহিদুল ইসলাম।

তিনি বলেন, রোববার সকালে অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামি শফিক মৃধাকে চারাবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে পাঠানো হবে। জানা গেছে, সাভারের আনোয়ার জং থেকে আশুলিয়া সড়কে চলাচলকারী কয়েকশ অটোরিকশা থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা তুলত শফিক ও তার বাহিনী। এ চাঁদাবাজি বন্ধ ও শফিককে গ্রেফতারের দাবিতে শনিবার সকালে অটোচালকরা বিক্ষোভ করেন। এর পর শনিবার সকালে চারাবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি আশুলিয়ার আউকপাড়া থেকে সাভার কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীকে অপহরণ করেছিলেন শফিক। পরে রাজধানীর সদরঘাটের একটি হোটেল থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে।