স্বেচ্ছাসেবক লীগের নেতা শেখ শাহ আলম মাসুমকে কুপিয়ে আহত, শহর অচলের হুমকি

0
0

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা শেখ শাহ আলম মাসুমকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে শহর অচলের হুমকি দিয়েছেন সংগঠনটির জ্যেষ্ঠ এক নেতা। আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ওই হুমকি দেন স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি এ বি এম নুরুজ্জামান খোকন। মাসুমের ওপর হামলার ঘটনায় এখনো কোনো হামলা হয়নি। মামলা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুনসুর আহমেদ।

এ হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। আজ দুপুর ১টার দিকে ফেসবুকে স্ট্যাটাসে খোকন বলেন, ‘ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মাসুমের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন, অন্যথায় শহর অচল করে দেওয়া হবে।’

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের জয়নুল আবেদিন পার্কের ‌১ নম্বর গেটের সামনে ধারালো অস্ত্র দিয়ে মাসুমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পর তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো আবদুল আউয়াল মিন্টু মঙ্গলবার রাতে জানিয়েছিলেন, মাসুমকে ঢাকা পাঠানোর আগে অ্যাম্বুলেন্সে তোলার সময় তিনি তাঁকে (মিন্টুকে) একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। মাসুমের বরাত দিয়ে মিন্টু জানান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান কল করে মিন্টুকে জয়নুল আবেদিন পার্কে সারিন্দা হোটেল নিয়ে যান। সেখানে পাঠানের সামনেই রাজিব, শামীম, সাদিরসহ কয়েকজন মাসুমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

এ বিষয়ে আজ দুপুরে রাসেল পাঠান বলেন, ‘ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে মিন্টু যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। ওই সময় আমি ঘটনাস্থলেই ছিলাম না, নিজ এলাকা সানকিপাড়ায় ছিলাম।’ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুনসুর আহমেদ বলেন, ‘আহতের স্বজনরা কারো কারো জড়িত থাকার কথা বলেছেন। আমরা যাচাই করে দেখছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’