ম্যানহাটনে সাইকেল চালানোর পথে ট্রাক তুলে দিয়ে আট জনকে হত্যা

0
0

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে সাইকেল চালানোর পথে ট্রাক তুলে দিয়ে আট জনকে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে লোয়ার ম্যানহাটনে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থান ত্যাগের সময় ওই ট্রাকচালক ও সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, একটি সাদা পিকআপ ট্রাক দ্রুত গতিতে এসে সাইকেল চালানোর রাস্তায় সাইকেল চালকদের ওপর দিয়ে এলোপাতাড়িভাবে ট্রাকটি চালিয়ে দেয়। এসময় নয় থেকে দশ রাউন্ড গুলির শব্দও শোনা গেছে বলেও জানায় তারা।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করে ম্যানহাটনে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। কাপরুষোচিত সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন নিউ ইয়র্ক মেয়র বিল দ্য ব্লাসিও। এফবিআইয়ের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স ঘটনার তদন্ত শুরু করেছে। নিউ ইয়র্ক পুলিশ জানায়, সাইকেল চালানোর পথে ট্রাক চালিয়ে হামলার পর একটি খেলনা বন্দুক দেখিয়ে স্থান ত্যাগ করার সময় ট্রাক চালককে আটক করে পুলিশ। পুলিশের গুলিতে আহত হলে তাকে পুলিশি হেফাজতে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার পর টুইট করে এর নিন্দা জানিয়েছেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়।