একনেকে ৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন

0
0

১৫ হাজার ২শ’ কোটি টাকার ৮ টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এরমধ্যে সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।

সর্বোচ্চ ১০ হাজার ৯শ’কোটি টাকা ব্যয়ে ঢাকার উত্তরা ১৮ নম্বর সেক্টরের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩শ’ কোটি টাকা।

দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭শ’ কোটি টাকা। সভাশেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প, বাকেরগঞ্জ-বরগুনা ১শ’ ৩২ কেভি সঞ্চালন লাইন ও বরগুনা উপকেন্দ্র নির্মাণ এবং বাংলাদেশ আঞ্চলিক যোগাযোগ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেকে।