জরুরি প্রয়োজনে রোগীদের চিকিৎসা সেবা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৪ ঘণ্টা ল্যাবরেটরি সার্ভিসের’ উদ্বোধন করা হয়েছে। সোমবার রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে এ সেবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান।
আগামী মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের তৃতীয় তলায় ৩১৮ ও ৩২০ নম্বর কক্ষে চালু হবে এ সেবা কার্যক্রম।এই জরুরি সেবা চালু হওয়ায় দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি দ্রুত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব বলে মনে করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য কামরুল হাসান খান।অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা রোগীদের জন্য ২৪ ঘণ্টার পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করবেন; রাতে যেন অসময়ে কোনো রোগীকে টেস্টের জন্য বাইরে যেতে না হয়।বেশি বেশি টেস্ট দেওয়ার জন্য চিকিৎসকদের সমালোচনা হয় জানিয়ে অধ্যাপক কামরুল বলেন, এখন পুরো চিকিৎসাটাই অনুসন্ধান নির্ভর। আগে যেখানে লক্ষণ দেখে চিকিৎসা দেওয়া হত, যেটাকে বলা হয় ‘ব্লাইন্ড ট্রিটমেন্ট’; এখন সেখানে ইনভেস্টিকেশন করে ফাইন্ডিংস দেখে চিকিৎসা করা হয়।আধুনিক চিকিৎসাই হচ্ছে পরীক্ষানির্ভর চিকিৎসা। এখন চিকিৎসার মান উন্নত হওয়ায় মানুষের উপকার হচ্ছে।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে রোগীরা বিদেশে চিকিৎসার জন্য চলে যাচ্ছে বলে সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।পত্রিকায় প্রকাশিত হয়েছে, অনেক রোগীরা বিদেশে গিয়ে চিকিৎসা করাচ্ছেন; কিন্তু এটা ঠিক নয়। আমাদের বহির্বিভাগেই আমরা দিনে আট থেকে নয় হাজার রোগী দেখছি। আমাদের মধ্যে যেন বিভ্রান্তি না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।বিদেশি হাসপাতালের এজেন্টরা দেশে কোনো চিকিৎসা হয় না বলে রোগীদের মাঝে বিভ্রান্তি ছড়ায় দাবি করে তাদের ফাঁদে না পড়তে সবার প্রতি আহ্বান জানান বিএসএমএমইউর উপাচার্য।ল্যাবরেটরি মেডিসিন বিভাগে বর্তমানে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত সেবা দেওয়া হয়। উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর মঙ্গলবার থেকে দিন-রাত ২৪ ঘণ্টাই এ সেবা চালু থাকবে।
উদ্বোধনীতে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী আসগর মোড়ল বলেন, আপনাদের পরীক্ষার রিপোর্টগুলো মানসম্পন্ন হতে হবে। রিপোর্টগুলো ডেলিভারির ব্যাপারে আমরা কেন দেরি করব?এক্ষেত্রে অনলাইনে রিপোর্ট দেওয়ার ব্যাপারে চিকিৎসকদের পরামর্শ দেন তিনি।২৪ ঘণ্টা ল্যাবরেটরি সার্ভিস চালু হওয়ায় পরীক্ষার নমুনা জমা দেওয়ার ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই জরুরি ভিত্তিতে প্রতিবেদন দেওয়া সম্ভব বলে জানান ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক দেবতোষ পাল।ল্যাবরেটরি মেডিসিন (ক্লিনিক্যাল প্যাথলজি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. কুদ্দুস উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) এ এস এম জাকারিয়া স্বপন বক্তব্য দেন ।