প্রিন্স জর্জকে আইএসের হত্যার হুমকি

0
0

ব্রিটিশ রাজসিংহাসনের ভবিষ্যত রাজপুত্র প্রিন্স জর্জকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস। টেলিগ্রাম করে প্রিন্স জর্জের স্কুলের ঠিকানায় হামলার হুমকি দিয়েছে এই জঙ্গিগোষ্ঠী। হুমকি বার্তায় তারা স্কুলে তোলা জর্জের একটি ছবিও পাঠিয়েছে। প্রিন্স জর্জ ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটনের সন্তান এবং ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী।

ডেইলি মেইল জানিয়েছে, স্কুল শুরুর চারদিন আগে জর্জকে হত্যার এ ধরণের হুমকি দিল আইএস। লন্ডনের কেন্দ্রস্থলে কেনিংসটন প্রাসাদের কাছে জর্জের স্কুলেই হুমকি বার্তা দিয়েছে তারা। টেলিগ্রামে এনক্রিপ্ট করা হুমকি বার্তায় আইএস একটি আরবি জিহাদি গান যুক্ত করে। যার অর্থ দাঁড়ায়-‘বুলেটের সুরে যখন যুদ্ধ ঘনিয়ে আসে, তখন আমরা প্রতিশোধের আকাঙ্ক্ষায় অবিশ্বাসীদের ওপর চড়াও হই’।

এছাড়াও তারা হুমকি বার্তায় জর্জের ছবি দিয়ে তার নিচে লিখে দেয়-‘আগেভাগেই স্কুল শুরু হলো’। এদিকে এই হামলার পর স্কুলের নিরাপত্তা জোরদার করেছে গোয়েন্দারা। তারা স্কুলের আশপাশের বাসিন্দাসহ শিক্ষার্থীদের অভিভাবকদের ওপর নজর রাখছে। এর আগে গত সেপ্টেম্বরে এই স্কুল থেকে চোর সন্দেহে এক নারীকে গ্রেফতার করা হয়। ওই নারী ২৪ ঘণ্টার মধ্যে দুইবার স্কুলে প্রবেশ করে।