বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীরা যে ক্ষমতাসীন দলের ‘চিহ্নিত সন্ত্রাসী’, সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন কক্সবাজার যাওয়ার পথে হামলার আশঙ্কা নয়, সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার গাড়িবহর রোববার চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে রওনা হওয়ার আগে রোববার কালে দুটি হোটেলে আহত সংবাদকর্মীদের দেখতে গিয়ে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব ফখরুল।
ফেনী থেকে চট্টগ্রাম আসার পথে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা কারা করেছে জাতি তা দেখেছে উল্লেখ করে ফখরুল বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির অন্তর্কোন্দলের কারণে হামলা হয়েছে। এটি সত্য নয়। এর আগে রাঙামাটিতে ত্রাণ দিতে যাওয়ার সময় রাঙ্গুনিয়াতেও আমাদের ওপর হামলা হয়েছিল। হামলাকারীদের প্রশ্রয় দেওয়া কাম্য নয়। কেউ জেগে ঘুমালে কারও কিছু করার নেই।তিনি বলেন, বিএনপি যাতে মানুষের কাছাকাছি যেতে না পারে সে জন্যই পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। বাধা দেওয়া হচ্ছে।এ সময় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত পত্রিকায় দেখলাম, ছবিতে দেখলাম, এরা চিহ্নিত। খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে, এরা সরকারি দল আওয়ামী লীগ, ছাত্রলীগ অথবা যুব লীগের ক্যাডার। ছাত্রলীগ-যুব লীগের ক্যাডাররা যে এটা করেছে, এটা পত্র-পত্রিকায় এসেছে গেছে। তাদের আইডেনটিটি এসে গেছে।ওই হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান ফখরুল।ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার পথে শনিবার দুপুরে ফেনীতে যাত্রাবিরতি করার সূচি ছিল খালেদা জিয়ার। ফেনীতে ঢোকার আগে চৌদ্দগ্রামের সীমানায় মোহাম্মদ আলী বাজারে হামলার মুখে পড়ে তার গাড়িবহর।খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাওয়ার পর একদল যুবক লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে গণমাধ্যমকর্মীদের বাহনসহ বহরের অন্তত ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও কয়েকজন গণমাধ্যমকর্মী মারধরের শিকার হন।ওই হামলায় আওয়ামী লীগ কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ‘পরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটিয়ে’ এখন সরকারের ওপর দোষ চাপাচ্ছে।
হামলার পর ফেনীতে যাত্রাবিরতি করে শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছান খালেদা জিয়া। সেখানে তিনি রাতে থাকেন চট্টগ্রাম সার্কিট হাউজে। আর তার বহরের সঙ্গে থাকা সংবাদকর্মীরা দুটো হোটেলে ওঠেন। রোববার সকালে আহত সাংবাদিকদের দেখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, এ ঘটনাগুলোকে যখনই সরকার ডাউন প্লে করে বা অস্বীকার করতে যায়, তখন এটা স্পষ্ট হয়ে যায় যে তারাই এর সঙ্গে জড়িত। আপনাদের (গণমাধ্যম) ওপর আক্রমণ হল, ম্যাডামের ওপর আক্রমণ হল, আমার ওপরও আক্রমণ হয়েছিল- তাহলে তো আর কিছুই বাকি থাকল না।আওয়ামী লীগ সরকার বিরোধী মত ও পথ ‘সহ্য করতে পারছে না’ বলেই এসব ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, “এসব বিষয় যারা প্রচার করতে চায়, তাদেরকেও সহ্য করতে পারছে না। একদলীয় শাসনের এর চেয়ে বড় নজির কী হবে?
সংবাদকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনারা সব সময় নিরপেক্ষ থাকেন। সব রকম ঝুঁকি নিয়ে কাজ করেন। আপনাদের কোনো দল নেই, আপনারা সত্যকে তুলে ধরতে চান। সেই অধিকারটুকু যদি আপনারা হারিয়ে ফেলেন, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা তো আমরা দেখতে পাচ্ছি না।চট্টগ্রামে রাত কাটিয়ে রোববার বেলা সোয়া ১২টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়।