বাংলাদেশে শ্রীলঙ্কার বিদায়ী রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত রোববার সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
এ সময় তাদের মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে জানান প্রেস সচিব।তিনি বলেন, “দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বৈঠকে দুজনেই সন্তোষ প্রকাশ করেন।প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করার ওপর জোর দেন।বাংলাদেশে শতাধিক অর্থনৈতিক অঞ্চলে ভারত, চীন ও কোরিয়ার বিনিয়োগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কাকেও সে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।দারিদ্র্যকে এ অঞ্চলের সবচেয়ে বড় শত্রু হিসাবে বর্ণনা করে এর বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার সব দেশের এক সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন এবং পর্যটন শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন। প্রেস সচিব ছাড়াও মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এ সময় সেখানে উপস্থিত ছিলেন।