গাজীপুরে ডাকাতির প্রস্তুুতি কালে পুলিশের সঙ্গে বন্ধুক যুদ্ধে আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্য নিহত এবং পুলিশের এক এসআই ও এক কন্সটেবল আহত হয়েছে। এসময় ডাকাতদলের দুই সদস্যকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একরাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন এবং ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করেছে। নিহতের নাম মো. আফাজ উদ্দিন (৩২)। সে ময়মনসিংহের পাগলা থানার পাচাহার গ্রামের মো. গিয়াস উদ্দিন ওরফে গেসুর ছেলে। তার বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর, কাপাসিয়াসহ ময়মনসিংহের বিভিন্ন থানায় খুন ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।
গাজীপুর সদর-টঙ্গী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, রবিবার ভোর রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানীর ওয়ারলেস গেইট এলাকায় এলাকায় অস্ত্রধারী একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। ঘটনার সময় ডাকাত সদস্য আফাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার কালে ডাকাতদলের দুই সদস্যকে আটক করা হয় এবং অন্য ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের ধরতে গিয়ে ধ্বস্তাধ্বস্তিতে জয়দেবপুর থানার এসআই মো. সাদেকুর রহমান ও কনস্টেবল মো. হযরত আলী আহত হয়েছে। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল হইতে ডাকাতদলের ফেলে যাওয়া একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, একটি কিরিচ, ডাকাতি কাজে ব্যবহৃত গ্রীল ভাঙ্গার যন্ত্র ও চারটি মুখোশসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- ময়মনসিংহের ত্রিশাল থানার ধলাইমান গ্রামের মৃত আব্দুল কাদের ওরফে কালুর ছেলে মোঃ সোহেল রানা ওরফে রুবেল (৩০) এবং একই জেলার পাগলা থানার গাতিমারা মলমল এলাকার মোন্তাজ বেপারী ওরফে মন্তুও ছেলে মোঃ আলম আহমেদ আলমগীর (২২)।
সাখাওয়াত হোসেন আরও জানান, আফাজের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় ৬টি, কাপাসিয়া থানায় ১টি এবং পার্শ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁও থানায় ১টি ও পাগলা থানায় আরও ৪টি ডাকাতি মামলা রয়েছে। নিহত ও আটককৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য।