স্পেন থেকেস্বাধীনতার ঘোষণ’ দেওয়া কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন্ত তাদের স্বায়ত্তশাসন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে ‘গণতান্ত্রিক প্রতিবাদ’ করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ‘মুক্ত দেশ গড়তে কাজ করে যাওয়ার প্রত্যয়’ ব্যক্ত করেছেন তিনি।শনিবার স্থানীয় সময় বিকেলে কাতালান টেলিভিশনগুলোতে প্রচারিত এক ভাষণে পুজদেমন্ত এ প্রত্যয় ব্যক্ত করেন। রেকর্ডকৃত ভাষণে তিনি কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করার কড়া নিন্দা করেন।সকালে এক আনুষ্ঠানিক রাষ্ট্রীয় বুলেটিনে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করার কথা জানানো হয়। একইসঙ্গে আঞ্চলিক নেতাদের অপসারণ করে সেখানকার ‘ইনচার্জ’ হিসেবে কেন্দ্রীয় উপ-প্রধানমন্ত্রী সোরায়া সায়েনজ সান্তামারিয়ার নাম ঘোষণা করা হয়। শুক্রবার (২৭ অক্টোবর) কাতালান পার্লামেন্টে ‘স্বাধীনতার ঘোষণা’ পাস হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেয় স্প্যানিশ সরকার। কয়েক ঘণ্টা পর দেওয়া ওই ভাষণে পুজদেমন্ত স্বাধীনতা ঘোষণার বিষয়টি উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক ও নাগরিক সংবেদনশীলতার দিন ছিল শুক্রবার।
মাদ্রিদের ‘অপসারণকৃত’ কাতালান প্রেসিডেন্ট বলেন, স্বাধীনতা ঘোষণার পর থেকে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা ছিল আমাদের রাষ্ট্রের জনগণের প্রকাশিত ইচ্ছের সঙ্গে সাংঘর্ষিক।তাদের অপসারণের বিষয়টি নিয়ে পুজদেমন্ত বলেন, আমাদের জনগণ ভালোভাবেই জানে, গণতন্ত্রে পার্লামেন্টই কাউকে মনোনীত করতে পারে বা সরিয়ে দিতে পারে দফায় দফায় বাকযুদ্ধের মধ্যে শুক্রবার বিকেলে কাতালান আঞ্চলিক পার্লামেন্টে ‘স্বাধীনতার ঘোষণা’ পাস করে ফেলেন স্থানীয় রাজনীতিকরা। ঘণ্টাখানেকেরও কম সময় পর সেখানে স্বায়ত্তশাসন বাতিল করে কেন্দ্রীয় শাসন চালুর নির্দেশনা সংক্রান্ত সংবিধানের ১৫৫ নম্বর অনুচ্ছেদ আইন আকারে পাস করে ফেলে স্প্যানিশ সিনেট। পরে মন্ত্রিসভার সঙ্গে দু’দফা বৈঠক করে প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় বলেন, ‘মাদ্রিদ কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণা দিচ্ছে। একইসঙ্গে কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন্তসহ সংবিধান-বহির্ভূত গণভোট আয়োজনকারীদের অপসারণের ঘোষণা দিচ্ছে।’ প্রধানমন্ত্রী আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ায় আঞ্চলিক নির্বাচনেরও ঘোষণা দেন।