রাশিয়ার একটি সামরিক মহড়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই ক্ষেপণাস্ত্র চালিয়েছেন। দেশটির পারমানবিক সক্ষমতা পরীক্ষার অংশ হিসেবে এ মহড়া চালানো হয় যেখানে পুতিন নিজে চারটি ক্ষেপণাস্ত্র চালান। শুক্রবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে জানিয়ে বলেন রাশিয়ার নিয়মিত মহড়া এটি। এর সঙ্গে চলমান আন্তর্জাতিক পরিস্থিতির কোন সম্পর্ক নেই। বৃহস্পতিবার অনুষ্ঠিত ঐ মহড়ায় পুতিন যে চারটি ক্ষেপণাস্ত্র চালান তার মধ্যে ৩টি পরমাণু শক্তি চালিত সাবমেরিন থেকে এবং একটি দেশের উত্তরপশ্চিমাঞ্চল থেকে চালানো হয়।
এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পরমাণু শক্তি চালিত সাবমেরিন থেকে যে তিনটি ক্ষেপণাস্ত্র চালানো হয় সেগুলোর দু’টি জাপানের উত্তরে অবস্থিত অখোতস্ক সাগর থেকে এবং একটি উত্তর আর্কটিক সাগর থেকে নিক্ষেপ করা হয়। মহড়ায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি কয়েকটি জঙ্গি বিমানেরও পরীক্ষা চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।