রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজার যাচ্ছেন খালেদা জিয়া, নেতাকর্মীদের ঢল

0
0

নির্বিঘ্নে বাঁধাহীনভাবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ঢাকা থেকে কক্সবাজারের পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সেখানে ১০ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করবেন বলে জানা গেছে।

সড়ক পথে যাত্রায় খালেদা জিয়ার বহরকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। খালেদা জিয়াকে একনজর দেখতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিভিন্ন পয়েন্টে প্ল্যাকার্ড হাতে দাড়িয়ে থাকতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের। এসময় স্থানীয় নেতা কর্মীদের মিছিল স্লোগানে সরব হয়ে ওঠে মহাসড়ক এলাকা।

যাত্রাপথে রাজধানীর নয়াপল্টন, মতিঝিল, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জেরর সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, সোনারাগাঁও এলাকায় যানজটে গাড়ির গতি কমলে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন খালেদা জিয়া। শনিবার চট্টগ্রাম পৌঁছে সেখানকার সার্কিট হাউজে অবস্থান করবেন বিএনপি নেত্রী। যাত্রাপথে দুপুরে ফেনীর সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে রওয়ানা দিয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছাবেন রাতে।

রোববার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন তিনি। রোববার কক্সবাজার সার্কিট হাউজে অবস্থান করে সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বিএনপি প্রধান। গাড়ি বহরের সঙ্গে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। আগামী সোমবার রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে একইভাবে যাত্রা বিরতি দিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে বেগম জিয়ার।

দীর্ঘ দুই বছর পর ঢাকার বাহিরে কোন কর্মসূচিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। সফরকে ঘিরে কোন অপ্রিতিকর ঘটনা এড়াতে চাওয়া হয়েছে সরকারের সহযোগিতা। এর আগে দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা নিয়ে গত ১৮ অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া।