রাতারাতি জঙ্গিবাদ সমস্যার সমাধান হবে না: র‌্যাব মহাপরিচালক

0
183

মধ্যপ্রাচ্য থেকে জঙ্গিদের আমদানি করা হয়েছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘জঙ্গিরা দেশে বার বার হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে। এ সমস্যার সমাধান রাতারাতি হবে না। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।শনিবার দুপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রাজশাহী পুলিশ লাইনস স্কুল মাঠে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বেনজীর আহমেদ বলেন, ‘রাজশাহী অঞ্চল থেকে জেএমবি সৃষ্টি হয়। জেএমবির প্রধানদের বিদেশ থেকে আমদানি করা হয়েছে। তারা দেশে জঙ্গিবাদ উত্থানের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সুষ্ঠুভাবে এগিয়ে নিতে কাজ করছেন।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, দেশের এক ইঞ্চি মাটিও জঙ্গিদের ব্যবহার করতে দেওয়া হবে না। জঙ্গিরা মগজ ধোলাই করে দেশের কিছু সাধারণ মানুষকে তাদের দলে ভিড়িয়েছে। জঙ্গিবাদের উত্থানের সময় ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলো বলেছিল, বাংলাদেশ গ্যাড়াকলে পড়েছে। এখান থেকে বের হয়ে আসতে পারবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ ও প্রশাসনের নিরলস পরিশ্রমের ফলে সেখান থেকে বেরিয়ে এসেছে দেশ।
তিনি বলেন, এখন থেকে ঘটনা ঘটে যাওয়ার আগেই জঙ্গি-সন্ত্রাসীদের সমূলে নির্মূল করা হবে। সাধারণ মানুষের কাছ থেকেই তথ্য নিয়ে তাদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হবে। পুলিশ এবং র‌্যাবের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে শৃঙ্খলামূলক সমাজ গড়ে তোলা হবে। এ দেশে জঙ্গিবাদের কোনও ঠাঁই হবে না।’ দেশে ভয়মুক্ত পুলিশি ব্যবস্থা সৃষ্টির আহ্বান জানিয়ে র‌্যাবের মহাপরিচালক বলেন, শক্তি প্রয়োগ করলে পুলিশের ওপর জনগণের আস্থা নষ্ট হয়। তাই শক্তি প্রয়োগ না করে পুলিশের ওপর জনগণের আস্থা ফেরাতে হবে। এটি পুলিশেরই দায়িত্ব।তিনি বলেন, রাষ্ট্রের সঙ্গে সাধারণ মানুষের মেলবন্ধন করছে কমিউনিটি পুলিশিং। তাই এ কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। তিনি বলেন, ‘৭০ এর দশকে আমেরিকান পুলিশ কমিউনিটি পুলিশিং তৈরি করে। ১৮২৯ সালে লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং সৃষ্টি করেছিল। আমাদের অপরাধমুক্ত দেশ ও সমাজ গঠনে কাজ করতে হবে, যাতে যে কোনও সময় নারী ও শিশুর বাড়ি ফিরে যেতে কোনও সমস্যায় না পড়তে হয়। মনে রাখতে হবে, আমরা ১৬ কোটি মানুষই কমিনিটি পুলিশ।মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর আব্দুস সোবহান, পুঠিয়া-দূর্গাপুর আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাবির সাবেক উপাচার্য প্রফেসর অবদুল খালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জমান মনি।এর আগে শনিবার সকাল ১১টার দিকে শহিদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা চত্বর থেকে র‌্যালি বের করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। পরে মাদক ব্যবসা ত্যাগকারীদের ১০ জনকে ভ্যানগাড়ি ও দুই জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।