বিপিএল-এর টিকেট: কোথায়, কীভাবে পাবেন

0
0

৪ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল’র পঞ্চম আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হবে ঘরের দল সিলেটে সিলেট সিক্সার্স। সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩১ অক্টোবর। তিনভাবে কেনা যাবে এবারের বিপিএলের টিকেট। প্রথমত, ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নির্ধারিত শাখায়। এছাড়া, অনলাইনে এবং নির্দিষ্ট কিছু বুথ থেকেও কেনা যাবে বিপিএলের টিকেট।

অনলাইনে টিকেট কিনতে পারবেন তিনটি সাইট থেকে-

১. SHOHOZ.COM

২. SURJOMUKHI.COM.BD

৩. gadgetbangla.com

আর সরাসরি বুথ থেকে টিকেট পাওয়া যাবে- মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটে ও সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। বুথ থেকে টিকিট কিনতে হবে যেদিন ম্যাচ থাকবে না সেদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশমুখ, জেলা স্টেডিয়ামের বুথে (ম্যাচের দিন ছাড়া সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে) পাওয়া যাবে সিলেট পর্বের টিকিট। আর চট্টগ্রামে টিকিট পাওয়া যাবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রবেশমুখ ও এম এ আজিজ স্টেডিয়ামের বুথে।