বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ

0
0

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে(শজিমেক) বৃহস্পতিবার রাতে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ্য এক রোগীর ২ স্বজনকে মারপিট করা হয়েছে বলে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মারপিটে আহতরা হলো- গাজিউর রহমান(৪৫) ও তার ছেলে রুম্মান হোসেন শান্ত(২০)। তবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর দুই স্বজনকে ইন্টার্ন চিকিৎসকদের মারপিটের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, রোগীর স্বজন(এ্যাটেনডেন্ট) এক মহিলা ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় অন্যান্য লোকজন তাদের(এ্যাটেনডেন্টদের) মারধর করে। উল্লেখ্য এর আগেও শজিমেক হাসপাতালে রোগীর স্বজনদের মারপিটের ঘটনা ঘটেছিল।

হাসপাতাল ও রোগীর পারিবারিক সুত্রে জানায়, জয়পুরহাটের পুরানপৈল এলাকার পুলট গ্রামের মৃত বজলুর রহমানের স্ত্রী বৃদ্ধ মাহিলা বেওয়া(৭৫) শ^াসকষ্ট সহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন।তিনি মেডিসিন বিভাগে ১০ নম্বর মহিলা ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের ৫ নম্বর বেডে(অতিরিক্ত) চিকিৎসাধীন ছিলেন। রোগীর এ্যাটেনডেন্ট ছিলেন, ছেলে গাজিউর রহমান। বৃহস্পতিবার রাতে রোগীর নাতি শান্ত দাদিকে হাসপাতালে দেখতে আসেন। এসময় রোগীকে রক্ত দেয়া হচ্ছিল। রোগীর স্বজনরা অভিযোগ করেছেন,ব্লাড ব্যাগ খালি হতে চললে তা খুলে দেয়ার জন্য কর্তব্যরত চিকিৎসকের কক্ষে শান্ত গিয়ে বিষয়টি বলেন। সেখানে দুই ইন্টার্ন চিকিৎসক ছিলেন। এর কিছু পর আবার তিনি সেখানে ইন্টার্ন চিকিৎসককে আসতে বলেন। সুত্র জানায় চিকিৎককে ডাকার জন্য ‘সম্মোধন’ নিয়ে জটিলতার উদ্ভব হয়। রোগীর স্বজনদের অভিযোগ, এর পর পরেই এক ইন্টার্ন চিকিৎসক রোগীর নাতি শান্তর কলার চেপে ধরেন। এসময় শান্তর বাবা গাজিউর এগিয়ে আসলে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে প্রথমে শান্ত ও পরে তার বাবাকেও মারপিট করা হয়। পরে আরো কিছু ইন্টার্ন চিকিৎসক আসেন। পরবর্তীতে রোগীর ওই দুই স্বজনকে একটি কক্ষে আটকে আরো মারপিট করা হয়। রাত ৯টার দিকে এই মারপিটের ঘটনা ঘটে। এসময় ওই ওয়ার্ডে অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গনমাধ্যম কর্মীরা হাসপাতালে গেলে তাদের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে সিনিয়র চিকিৎসক ও কর্মকর্তরা খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। তারা রোগীর আহত ২ স্বজনকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে চলে যেতে বলেন। রাতেই ওই দুই ব্যক্তি জয়পুরহাটে ফিরে গিয়ে সদর হাসপাতালে ভর্তি হন।

এদিকে অসুস্থ্য মাহেলা বেওয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতে তাকে নিবিড় পর্যবেক্ষন ইউনিটে স্থানান্তর করা হয়। শুক্রবার দুপুরে পরিবারের লোকজন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে মাহেলা বেওয়াকে জয়পুরহাটে নেয়ার জন্য রওনা হন। পরে তিনি মারা যান। মাহেলা বেওয়ার আত্মীয় সুলতান গিয়াস উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়িতে ফিরিয়ে আনার আগেই বৃদ্ধা মাহেলার মৃত্যু হয়। অপরদিকে শুক্রবার মেডিসিন মহিলা ওয়ার্ডে গিয়ে রাতের বিষয়ে জানতে চাইলে অন্যান্য রোগী ও এ্যাটেনডেন্টরা মুখ খুলতে রাজী হননি। তবে ১০ নং ওয়ার্ডের নাম প্রকাশে অনেচ্ছুক এক রোগী জানান, তিনি দেখেছেন রোগীর সঙ্গে থাকা ১ জনকে জনকে মারপিট করে প্রথমে ঘরে আটকে রাখা হয়। রোগীর ২ স্বজনকে মারিপিটের বিষয়ে শজিমেক হাসপাতালের উপপরিচালক নির্মলেন্দু চৌধুরী জানান, ইন্টার্ন চিকিৎসকরা কোন মারপিট করেনি। রোগীর স্বজনরা প্রথমে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককের সঙ্গে আশালীন ভাবে কথা ও আশালীন আচরণ করেন এবং পরে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে ৩ ইন্টার্ন চিকিৎসক আহত হন। তবে তিনি আহত ইন্টার্ন চিকিৎসকদের নাম বলতে পারেননি। তিনি আরো দাবি করেন, চিকিৎসকদের ওপর হামলা হওয়ার কারনে আশেপাশের লোকজন রোগীর ওই দুই স্বজনকে মারপিট করে। গনমাধ্যম কর্মীদের ঘটনার পর হাসপাতালে প্রবেশ করতে না দেয়ার প্রসঙ্গে জানান, বহিরাগতরা যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে সে জন্য রাতে এব্যাবস্থা নেয়া হয়েছিলো। এদিকে রাতের ঘটনার প্রেক্ষিতে শুক্রবার হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম রসুল চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ বিষয়ে উপপরিচালক জানিয়েছেন, হাসপাতালের নিরাপত্তা সহ অপ্রীতিকর পরিস্থিতি যেন এড়ানে যায় সে নিয়ে আলোচনা হয়েছে। পরে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গেও বৈঠক হয় বলে তিনি জানান। তবে দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ঘুরে ইন্টার্ন চিকিৎসকদের দেখা যায়নি। এ বিষয়ে উপ পরিচালক জানান, শুক্রবার হওয়ার কারনে ইন্টার্ন চিকিৎসকরা হয়তো দেরিতে এসেছে। তবে তারা ডিউটি করছেন বলে তিনি জানান।উল্লেখ্য গত ১৮ ফেব্র“য়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতি গ্রামের আলাউদ্দিন সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে তার ছেলে আবদুর রউফ শজিমেক হাসপাতালে আসেন। সেও ইন্টার্ন চিকিৎসকদের মারপিটের শিকার হয়। তখনও ওই ঘটনায় নারী ইন্টার্ন চিকিৎসককের সঙ্গে আশালীন আচরণের এর কথা বলা হয়। ওই ঘটনার পর আলাউদ্দিনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।