শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় পিএসসি পরীক্ষার্থী দু’শিশু নিহত, আহত-২

গাজীপুরের শ্রীপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পিএসসি পরীক্ষার্থী দু’শিশু মঙ্গলবার দুপুরে নিহত হয়েছে। এ ঘটনায় তাদের অপর এক সহপাঠি এবং নিহত এক শিশুর মা আহত হয়েছে। নিহতরা হলো-গাজীপুরের শ্রীপুর উপজেলার ডুয়াই বাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে সিয়াম (১১) ও মোঃ শাহজাহানের ছেলে সিহাব (১১)। নিহতরা স্থানীয় ডুয়াই বাড়ী মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। এবছর তারা পিএসসি (প্রাথমিক সমাপনী) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান ও স্থানীয়রা জানান, শ্রীপুরের শাহজাহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠিত মডেল টেষ্ট পরীক্ষায় অংশ নেয় এবছরের পিএসসি পরীক্ষার্থী সিয়াম (১১), সিহাব (১১) ও মাজহারুল ইসলাম (১১)। পরীক্ষা শেষে দুপুরে সিহাবের মা আছমা বেগম তার ছেলেসহ ওই তিন পরীক্ষার্থীকে নিয়ে ব্যাটারী চালিত একটি রিক্সায় চড়ে একত্রে বাড়ি ফিরছিলেন। পথে তারা শ্রীপুর-রাজাবাড়ী সড়কের ডুয়াইবাড়ী পূর্ব পাড়া ঈদগাহ্ মাঠের পাশে পৌছলে বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি টমটমের সঙ্গে তাদের রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিক্সারোহী সিয়াম ও সিহাব নিহত হয় এবং রিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এঘটনায় সিহাবের মা আছমা বেগম (৪০) ও নিহতদের সহপাঠী মাজহারুল ইসলাম (১১) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।