টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

0
0

টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (২১অক্টোবর) বেলা ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। পাটুরিয়া প্রান্তে অ্যাম্বুলেন্স আর দৌলতদিয়া প্রান্তে মন্ত্রী আটকে থাকার কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.আজমল হোসেন ও পাটুরিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি জেনারেল ম্যানেজার আজমল হোসেন বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়ে দৌলতদিয়া ঘাটে আটকা পড়েন যুব ও ক্রীড়া মন্ত্রী বীরেন শিকদার। আর পাটুরিয়া প্রান্তে শত শত যানবাহনের সঙ্গে কয়েকটি লাশবাহী অ্যাম্বুলেন্স আটকা পড়ে। পরে ফেরি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বৃষ্টি আর বাতাসের মাত্রা কিছুটা কমলে দুইটি রো রো ফেরি চালু করা হয়। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে বাকি ফেরি পুরোদমে চালু করা হয়।’ পাটুরিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ‘দুই প্রান্তে এখনও প্রায় এক হাজার বিভিন্ন যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে।’