ভাষা আন্দোলনই হলো বাংলাদেশের স্বাধীনতার বীজ: জাফরুল্লাহ চৌধুরী

0
292

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভালো কাজ করেন কিন্তু দেরিতে, এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ঘরানার বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (২০ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি বৃহস্পতিবার আদালতে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যের প্রশংসা করেন।শুক্রবার রাজধানীর তোপখানায় বাংলাদেশ শিশুকল্যাণ মিলনায়তনে ‘চিরবিপ্লবী ভাষা সৈনিক অলি আহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত স্মরণ সভায় জাফরুল্লাহ বক্তব্য রাখছিলেন।খালেদা জিয়া ভালো কাজ দেরিতে করেন বলেই আন্দোলন গড়ে উঠে না বলে মনে করেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, অলি আহাদ-ভাষা মতিনরা আন্দোলন সংগ্রাম বুঝতেন। তাদের প্রদর্শিত পথেই আন্দোলন গড়ে তুলতে হবে।জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাতির সামনে আরও দুর্ভোগ অপেক্ষা করছে। সা¤্রাজ্যবাদী শক্তি বাংলাদেশকে ভূটান-সিকিম বানাতে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ভাসানী-অলি আহাদ-ভাষা মতিনের প্রদর্শিত পথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে।ভাষা সৈনিক অলি আহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাণী প্রদান না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাফরুল্লাহ চৌধুরী।তিনি বলেন, অলি আহাদ-ভাষা মতিনরা ভাষা আন্দোলন না করলে দেশ স্বাধীন হতো না। ভাষা আন্দোলনই হলো বাংলাদেশের স্বাধীনতার বীজ। আর দেশ স্বাধীন না হলে হাসিনা-খালেদা কেউ প্রধানমন্ত্রী হতে পারতেন না। দেশ স্বাধীন হয়েছে বলে অনেকেই কোটিপতি হয়েছেন। তা না হলে থালা নিয়ে রাস্তায় হাটতে হতো।

সংগঠনের সভাপতি মুহাম্মদ মোস্তাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন ভাষা সৈনিক আবদুল জলিল, ভাষা মতিনের স্ত্রী গুলবদন্নেছা মনিকা মতিন, পিডিপি’র মহাসচিব এহসানুল হক সেলিম, ডিএল-এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, কৃষক দল নেতা শাহজাহান মিয়া স¤্রাট, ন্যাপের সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, ঘুড়ে দাঁড়াও বাংলাদেশ-এর সভাপতি কাদের সিদ্দিকী, জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি এম. জাহাঙ্গির আলম, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রমজান আলী প্রমুখ।