রাণীনগরে স্বাস্থ্য কমপ্লেক্স এর ক্যাশিয়ারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও অর্র্থ আতœসাতের অভিযোগ

0
0

নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ক্যাশিয়ার (ভারপ্রাপ্ত প্রধান সহকারী) এসএম আমিনুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও অর্র্থ আতœসাতের অভিযোগ উঠেছে। জানা যায়, ক্যাশিয়ার (ভারপ্রাপ্ত প্রধান সহকারী) আমিনুল ইসলাম দীর্ঘ ২৭ বৎসর যাবৎ এই স্বাস্থ কমপ্লেক্সে কর্মরত আছেন,যা সার্ভিস রুলে বা নিয়মের বাহিরে । তিনি অফিস সহকারী হিসেবে দায়ীত্ব নেওয়ার কিছুদিন পড় থেকে ই,পি,আই এর সকল সেক্টরের সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রমের দায়ত্বি নেয়ার পড় থেকে সকল পর্যায়ের সকল কর্মচারীদের জাতীয় প্রোগ্রামের ভাতাদিসহ ই,পি,আই এর অন্যান্য ভাতার অর্থ সি/এস মহোদয় এবং উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে যৎ সামান্য প্রদান করে সম্পন্ন অর্থ আতœসাত করেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স এর একাধিক ডা. ও মাঠকর্মীরা।

উল্লেখ্য তিনি প্রথম ১৯৮৯ ইং সালে স্বাস্থ্য সহকারী হিসেবে জেলার বদলগাছী যেগদান করেন , ১৯৮৯/৯০ইং সালে নিজ বেতনে সিভিল সার্জন মহোদয়ের আদেশে পরিসংখ্যানবিদ হিসেবে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন পরবর্তিতে পরিচালক স্বাস্থ্য রাজশাহী বিভাগ, রাজশাহী, মহোদয়ের পরিসংখ্যানবিদ নিয়োগের ফলে তিনি পুনরায় স্বপদে ফিরে যান। ১৯৯৪ সালে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরির প্রানতোষ কুমার সাহার সঙ্গে সমজোতা করে সিভিল সার্জন এর আদেশে তিনি পুনরায় অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিজ বেতনে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন নেয় এবং একই সাথে তাহার স্থলে প্রানতোষ কুমার সাহা স্বাস্থ্য সহকারী হিসেবে দায়ীত্ব নেন। তিনি অফিস সহকারী হিসেবে দায়ীত্ব নেওয়ার কিছুদিন পড় থেকে ই,পি,আই এর সকল সেক্টরের সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রমের দায়ত্বি নেয়ার পড় ২০১৫ সাল পর্যন্ত মাঠ পর্যায়ের সকল কর্মচারীদের জাতীয় প্রোগ্রামের ভাতাদিসহ ই,পি,আই এর অন্যান্য ভাতার অর্থ সি/এস মহোদয় এবং উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে যৎ সামান্য প্রদান করে সম্পন্ন অর্থ আতœসাত করেন তার পড় ২০১৫ সালে রাণীনগর স্বাথ্য কমপ্লেক্স হইতে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন কিছুদিন পড় পেষনে আবার রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে আসে, এর পর নাচোল উপজেলা কমপ্লেক্স হইতে জেলার নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হন, আবার নিয়ামতপুর হইতে পেষনে রাণীনগর অফিস করে এর কিছুদিন পর স্থায়ী ভাবে রাণীনগর পদায়ন নিয়ে মাঠ কর্মী সহ সকল কর্মচারীদের অর্থনেতিক হয়রানির সিকার বানিয়ে যাচ্ছে। তাছাড়াও বার বার বিভিন্ন যায়গায় বদলী হলেও তিনি কৌশলে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্যে নিয়ম নীতিকে উপেক্ষা করে তার দীর্ঘ ২৭ বছর একই জায়গায় থাকা ও প্রধান সহকারীকে পেষনে নওগাঁয় পাঠিয়ে সমস্ত অফিস বিলের অর্থেও সকল প্রকার খাত হস্তগত করে কর্মচারীদের হয়রানীসহ বিভিন্ন অনিয়ম অর্থ আতœসাতের বিষয় সুষ্ট তদন্ত সাপেক্ষে বদলীর ব্যাস্থা করা কর্তৃপক্ষের একান্ত প্রয়োজন বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক ডা. ও মাঠকর্মীরা ।

এবিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার (ভারপ্রাপ্ত প্রধান সহকারী) আমিনুল ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন,আমি অফিসের নিয়মের বাহিরে কোন কিছু করিনা। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা ডা.এসএম নজমুল আহসান বলেন, অনিয়ম ও অর্থ আতœসাতের বিষয়ে আমার জানা নেই, তবে তিনি অফিসিয়াল কাজে অভিজ্ঞ এবং তার দীর্ঘ দিন একই জায়গায় থাকা না থাকা সম্পূর্ণ কর্তৃপক্ষের উপড় নির্ভর করে।

মো. খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধি