৩১ অক্টোবর বিসিবি নির্বাচন

0
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক।গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিসিবির বতর্মান পরিচালনা পর্ষদের শেষ সভায় ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে তা অনুমোদনের জন্য তিনদিন পর জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির চিঠির প্রেক্ষিতে মঙ্গলবার (১০ অক্টোবর) নির্বাচন কমিশনের অনুমোদন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

তবে এনএসসি অনুমোদিত নির্বাচন কমিশনে কিছুটা পরিবর্তন আনা হয়। সদস্য সংখ্যা অপরিবর্তিত থাকলেও আইনি জটিলতার কারণে সচিব আসাদুল ইসলামের পরিবর্তে প্রধান নির্বাচন কমিশনার করা হয় ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ উমর ফারুককে। এর আগে গত ২ অক্টোবর বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সর্বসম্মতভাবে পাস হওয়া ‘বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭)’ দু’দিন পর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনের পরেই নির্বাচনমুখী