আলোড়িত বগুড়ার তুফান কান্ডের দুইটি মামলার চার্জশীট

0
0

দেশজুড়ে আলোড়িত বগুড়ায় কিশোরীকে ভালো কলেজে ভর্তি করে দেয়ার প্রলোভনে ধর্ষন এবং তাকে ও তার মাকে শারীরিক নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেয়ার দুইটি মামলার চার্জশীট দেয়া হয়েছে। ঘটনার প্রায় আড়াই মাস পর মঙ্গলবার বিকালে বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশীট (অভিযোগ পত্র) দখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ। ধর্ষন ও ধর্ষনের সহায়তার মামলায় প্রধান অভিযুক্ত তুফান সরকার ও তার ক্যাডার সহ ১০ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়। ধর্ষিতা ও তার মাকে ন্যাড়া করে দেয়ার নির্যাতনের মামলায় তুফান সরকার সহ ১৩ জনের বিরুদ্ধে বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়।

যাদের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়েছে তারা হলো : তুফান সরকার, তার স্ত্রী আশা, শ্যালিকা ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রূমকী, তার মা রুমী খাতুন, তুফানের ক্যাডার আতিক, দীপু, রূপম, মুন্না,ও তুফানের গাড়ির ড্রাইভার জিতু। অভিযুক্তের বাইরে সন্দেহভাজন গ্রেফতারকৃত ছিল রুমকীর বাবা জমিলুর রহমান রুনু ও নাপিত জীবন রবিদাস ও আঞ্জু আরা। তাদের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়েছে। প্রসঙ্গত প্রথম মামলায় যে ১০ জনের বিরুদ্ধে চার্জশীট দয়া হয় দ্বিতীয় মামলায় ওই ১০ জনের সঙ্গে নতুন তিন জন যোগ হয়ে ১৩ জন হয়। এভাবে অভিযুক্তের সংখ্যা হয়েছে ২৩।

ঘটনার পরই তুফান সরকার সহ ১০ জনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মা মেয়েকে নির্যাতন করায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়। দ্রুততম সময়ে প্রধান অভিযুক্ত তুফান সরকার সহ ৯ জনকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগের বাইরে তদন্তে রেড়িয়ে আসা আরও দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তুফানের ক্যাডার মুন্না, আতিক ও নাপিত জীবন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পুলিশের বক্তব্য: তদন্ত নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। দক্ষতার সঙ্গে তদন্ত হয়েছে। কিছু প্রক্রিয়ার কারনে বিলম্ব হয়েছে। উল্লেখ্য আগে পুলিশের পক্ষ থেকে বলা হয় ডাক্তারী পরীক্ষার প্রতিবেদনে ধর্ষনের আলামত প্রাপ্তি সহ ঘটনার সব আলামতই মিলেছে। মামলার বাদী মেয়ে ও মাকে নিরাপত্তার স্বার্থে যথাক্রমে রাজশাহী সেফহোম ও রাজশাহীতে ভিক্টিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। গত ১৭ জুলাই ভালো কলেজে ভর্ত্তির প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষন করে শহর শ্রমিক লীগের আহ্বায়ক (বহিস্কৃত) তুফান সরকার। এরপর ২৮ আগষ্ট তুফানের ক্যাডাররা ওই কিশোরী ও তার মাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। তাদের শারীরিক নির্যাতনের পর নাপিত ডেকে চুল কেটে মাথা ন্যাড়া করে দেয় তুফানের স্ত্রী আশা ও শ্যালিকা মার্জিয়া হাসান রুমকী। একই দিন ১০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের হয় বগুড়া সদর থানায়। পুলিশ ওই রাতেই গ্রেফতার করে ধর্ষক তুফান সরকার ও তার তিন ক্যাডারকে। পরবর্ত্তী এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত বাকি ৬ জনের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয় পাবনা ও ঢাকার সাভার থেকে। মামলার অভিযুক্ত তুফানের ক্যাডার শিমুকে আড়াই মাসেও গ্রেফতার করা যায়নি। এই ঘটনার পর তুফান সরকার ও তার ভাইদের মুখোশ উন্মোচিত থাকে। এক পর্যায়ে তুফান সরকার ও তার ভাই মতিন সরকারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমি দখল, সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বিপুল বিত্ত বৈভব গড়ে তোলায় অবৈধ সম্পদের তদন্ত শুরু করে। দুদক বগুড়া সমন্বিত কার্যালয় সূত্র জানিয়েছে তুফান সরকার ও তার বড় ভাই মতিন সরকারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। দ্রুত এই বিষয়ে মামলা দায়ের হবে। প্রসঙ্গত বগুড়া মাদক নিয়ন্ত্রন অধিদফতরের তথ্য অনুযায়ী বগুড়ার মাদকের ছয় গডফাদারের মধ্যে তুফান ও মতিন ছাড়াও তাদের আরও তিন ভাই রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক হত্যা সন্ত্রাস ও চাঁদাবাজির মামলা রয়েছে। তুফান কান্ডের পর তার ভাই মতিন সরকার গা ঢাকা দিয়ে পালিয়ে থাকার পর গত মাসে (সেপ্টেম্বর) একটি হত্যা মামলায় তার জমিনের আবেদন না মঞ্জুর হওয়ায় বর্তমানে সে কারাগারে রয়েছে।এদিকে সন্ধ্যায় বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন চার্জশীট দখিল হয়েছে বলে জানান।