যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে জামে মসজিদের পেছনের একটি চারতলা বাড়ির আস্তানায় অবস্থান করছেন জঙ্গি মারজানের বোন খাদিজা। তবে বাবা উপস্থিত হলে তিনি ভবনের বাইরে বের হবেন বলে পুলিশকে জানিয়েছেন। সোমবার দুপুর সোয়া দুইটার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার মালিক ইসমত আরা বাবলীর স্বামী হায়দার আলী সাংবাদিকদের এ তথ্য জানান।
হায়দার আলী বলেন,
‘খাদিজা তার বাসার বারান্দায় এসেছিলেন। সেখানে অবস্থানরত পুলিশ এবং আমার সঙ্গে তার কথা হয়েছে। খাদিজা জানিয়েছে, তার বাবা এসে উপস্থিত হলে তিনি ভবন থেকে বের হয়ে আসবেন।’
ঘটনার সত্যতা স্বীকার করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা সাংবাদিকদের বলেন, ‘খাদিজার সঙ্গে আমাদের কথা হয়েছে। বাবা-মা আসলে তিনি ভবন থেকে বের হবেন বলে জানিয়েছেন।’ এদিকে, বেলা ১১টা ২৫ মিনিটে যশোর পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘পাঁচটি পরিবারকে নিরাপদে নামিয়ে এনেছি। সেখানে জঙ্গি মারজানের ছোট বোন খাদিজা রয়েছে। আমরা তাকে নেমে আসার আহ্বান জানিয়েছি। তার মোবাইল ফোন অন করতে বলেছি।’