তিন শিশু সন্তানসহ জঙ্গি মারজানের বোন খাদিজার আত্মসমর্পণ

0
189

যশোরে শহরের ঘোপ নওয়াপাড়া সড়কে জঙ্গি সন্দেহে ঘেরাও চারতলা ওই বাড়ি থেকে শীর্ষ জঙ্গি নুরুল ইসলাম মারজানের বোন খাদিজা বাবা মায়ের উপস্থিতিতে তিন শিশু সন্তানসহ আত্মসমর্পণ করেছেন। বেলা ৩টা ৫ মিনিটের দিকে পুলিশ খাদিজার মা বাবাকে সেখানে হাজির করলে তিনি আত্মসমর্পণ করেন। তার সঙ্গে তিন শিশু সন্তান রয়েছে। আত্মসমর্পণের পর সংবাদকর্মীদের চোখ এড়িয়ে দ্রুত খাদিজা, তার মা-বাবা ও তিন সন্তানকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

কোতয়ালি থানার ওসি একেএম আজমল হুদা জানিয়েছেন, খাদিজার শর্ত অনুযায়ী পাবনা পুলিশের সহযোগিতায় তার বাবা মাকে হাজির করা হয়। এরপর মা-বাবার সাথে কিছু সময় পরামর্শ করে বিকেল ৩টা ৫মিনিটের দিকে খাদিজা আত্মসমর্পণ করলে তাকে সন্তান ও মা-বাবাসহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে গত তিন দিন আগে খাদিজার স্বামী মশিউর রহমান সাগর বাড়ি ছেড়ে চলে গেছেন। রোববার রাত ১০টা থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাড়িটি ঘিরে রাখে পুলিশ। স্থানীয়রা জানান, যশোরের ঘোপ নওয়াপাড়া রোড মসজিদের পেছনের বাড়িটির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী।