শেষবার সময় পেলেন খালেদা: জেরার মধ্যেই আইনজীবীর মৃত্যু

0
0

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলাকালে এক সাক্ষীকে জেরা করার সময় অসুস্থ হয়ে আসামিপক্ষের একজন আইনজীবীর মৃত্যু হয়েছে।অ্যাডভোকেট টি এম আকবর ঢাকা আইনজীবী সমিতির একজন সাবেক সভাপতি। সহকর্মীদের তথ্য অনুযায়ী, তার বয়স হয়েছিল ৯০ বছরের বেশি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা এই মামলার অন্যতম আসামি মনিরুল ইসলাম খানের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আকবর।আইনজীবীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এ মামলার শুনানি চলাকালে অ্যাডভোকেট আকবর সংজ্ঞা হারান।ওই সময় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানের পক্ষে মামলার প্রথম তদন্ত কর্মকর্তাকে জেরা করছিলেন তিনি।খালেদা জিয়ার অন্যতম আইনজীবী নুরুজ্জামান তপন বলেন, উনি অজ্ঞান হয়ে ডায়াস থেকে পড়ে গেলে দ্রুত তাকে বারডেম হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।তপন বলেন, নিম্ন আদালতে ফৌজদারি মামলায় অভিজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী টি এম আকবরের বয়স হয়েছিল ৯০ এর বেশি।

দুপুরে এ ঘটনার পর জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি মুলতবি হয়ে যায়। বিচারক মো. আখতারুজ্জামান আগামী ১২ অক্টোবরে শুনানির তারিখ ঠিক করে দেন।একই দিনে এ আদালতে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলারও শুনানি হবে। ঢাকা বারের সাবেক সভাপতি টিএম আকবর একুশে অগাস্ট গ্রেনেড মামলায় লুৎফুজ্জামান বাবর এবং আইনশৃঙ্খলা বাহিনীর তিন কর্মকর্তার পক্ষে মামলা পরিচালনা করছিলেন। বঙ্গবন্ধু হত্যা মামলাতেও তিনি এক আসামির আইনজীবী ছিলেন।আদালতে হাজির হতে শেষবারের মতো সময় পেলেন খালেদাএদিকে, যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগের মামলায় আদালতে হাজির হতে শেষবারের মতো সময় পেলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নূর নবী খালেদা জিয়াকে আগামী ১২ অক্টোবর আদালতে হাজির হতে শেষবারের মতো এ সময় মঞ্জুর করেন।এর আগে গত ১৭ সেপ্টেম্বর একই আদালত খালেদা জিয়াকে ৫ অক্টোবর স্বেচ্ছায় আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।বিচারক ওই দিন আদেশে বলেন, মামলাটিতে খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করা হলেও তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। এ মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুতর নয়। শুধু মানহানিসংক্রান্ত যা জামিনযোগ্য অপরাধ। আসামিকে আগামী ৫ অক্টোবর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া গেল অন্যথায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।শুনানির সময় মামলার বাদী এবি সিদ্দিকী আদালতে উপস্থিত ছিলেন। ২০১৭ সালের ২৫ ফেব্র“য়ারি রাজধানীর তেজগাঁও থানার ওসি (তদন্ত) এবিএম মশিউর রহমান মামলাটিতে প্রতিবেদন দাখিল করেন। এরপর গত ২২ মার্চ তা আমলে নিয়ে খালেদা জিয়াকে গত ১১ জুন আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মন্ত্রিপরিষদ গঠন করেন। ওই মন্ত্রিপরিষদে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের যারা প্রকাশ্য ও আত্মস্বীকৃত পাকিস্তানের দোসর হিসেবে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন- সেই জামায়াত, ছাত্রশিবির, আলবদর ও আলশামস সদস্যদের মন্ত্রী ও এমপি বানান। পরবর্তীতে ওই ব্যক্তিদের মধ্যে অনেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী হিসেবে মৃত্যুদন্ড সহ বিভিন্ন দন্ডে দন্ডিত হয়েছেন।তাদের মধ্যে খালেদা জিয়ার সরকারের মন্ত্রিত্বপ্রাপ্ত মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মুত্যুদন্ড কার্যকর হয়েছে। কিন্তু তারা ক্ষমতায় থাকাকালে মন্ত্রিত্বের সুবিধা নিয়ে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা তাদের বাড়ি-গাড়িতে ব্যবহার করেছেন।প্রচলিত আইনে মৃত ব্যক্তির বিচারের সুযোগ না থাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।