রোহিঙ্গারা বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক

0
0

এখন থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’ বলবে বাংলাদেশ। তাদের শরণার্থী বলা হবে না।বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও ত্রাণ সচিব মো. শাহ কামাল।পরে ত্রাণ সচিব মো. শাহ কামাল বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে তাদের জানিয়েছে এখন থেকে রোহিঙ্গাদের বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলার জন্য।

সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী বলেন, ইতিমধ্যে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের উখিয়ার কুতুপালং এ অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে। এর আগে ২৩টি ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের একসঙ্গে রাখার ব্যবস্থা করা হয়েছে। এ জন্য আরও এক হাজার একর জমি বাড়িয়ে মোট তিন হাজার একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে অস্থায়ীভাবে সব রোহিঙ্গাকে রাখা হবে। ইতিমধ্যে ২৩টি ক্যাম্পের মধ্যে ২টি ক্যাম্পের রোহিঙ্গাদের এখানে নিয়ে আসা হয়েছে।এই মাসের মধ্যে ২৩টি ক্যাম্পের সব মানুষকে একসঙ্গে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, এ পর্যন্ত ৬১ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। তারা আশা করছেন দুই থেকে আড়াই মাসের মধ্যে সবাইকে নিবন্ধনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, রোহিঙ্গাদের নিয়ে কাউকে রাজনৈতিক ফায়দা নিতে দেওয়া হবে না। এই সমস্যা সারা বিশ্বের মানবতার সমস্যা।মিয়ানমার থেকে আশ্রয়ের জন্য আসা রোহিঙ্গাদের এখন থেকে রাষ্ট্রীয়ভাবে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক হিসেবে উল্লেখ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।ত্রাণমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে আশ্রয়প্রাথী রোহিঙ্গাদের রাষ্ট্রীয়ভাবে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক হিসেবে উল্লেখ করা হবে। আজ থেকেই তাদের এ পরিচয় কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, গত ২৫ আগস্ট থেকে ৪ঠা অক্টোবর পর্যন্ত আগত অনিবন্ধিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকের সংখ্যা পাঁচ লাখ অতিক্রম করেছে। এছাড়া আরও চার লাখেরও বেশি রোহিঙ্গা আগে থেকেই এদেশে শরণার্থী হিসেবে অবস্থান করছে। এদের সবাইকে বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনা হবে। তিনি বলেন, এখন পর্যন্ত ৬১ হাজার রোহিঙ্গা বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় এসেছে। কুতুপালং ক্যাম্পে এখন প্রতিদিন গড়ে সাত থেকে আট হাজার লোকের রেজিস্ট্রেশন করা হচ্ছে। অচিরেই আমরা এই সংখ্যা দৈনিক ১০ থেকে ১২ হাজারে উন্নীত করতে চাই। যদি এটি সম্ভব হয় তাহলে আগামী আড়াই মাসের মধ্যে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিবন্ধন কাজ শেষ হয়ে যাবে। রোহিঙ্গা ক্যাম্পের আকার আরও বড় হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতোপূর্বে সরকার রোহিঙ্গাদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে ক্যাম্প স্থাপনের জন্য কুতুপালং ও বালুখালী মিলিয়ে দুই হাজার একর জমি বরাদ্দ করেছিল। কিন্তু, সব রোহিঙ্গাকে এক স্থানে রাখতে গিয়ে স্থান সংকুলান না হওয়ায় অতিরিক্ত আরও এক হাজার একর জমি বরাদ্দ করা হচ্ছে। ফলে রোহিঙ্গা ক্যাম্পের আকার এখন তিন হাজার একর করা হচ্ছে।তিনি আরও বলেন, ১৯৭৮ সাল থেকে গতকাল ৪ অক্টোবর পর্যন্ত যত রোহিঙ্গা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সকলকে এই নির্দিষ্ট কুতুপালং ক্যাম্পে এনে রাখা হবে। এতে তাদের রেজিস্ট্রেশন যেমন সম্পন্ন করা সম্ভব হবে তেমনই ফেরত পাঠানোও সহজ হবে। একইসঙ্গে তাদের খাবার সরবরাহ, স্বাস্থ্য, চিকিৎসাসহ সব ধরনের সেবা দেওয়া নিশ্চিত করা হবে। ফলে সব মিলিয়ে বায়োমেট্রিক কার্ডটি তাদের জন্য সম্পদে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।তিনি আরও বলেন, তিন হাজার একরের কুতুপালং ক্যাম্পকে ২০টি ব্লকে ভাগ করা হয়েছে। এর আগে আমরা ৪ লাখ ২০ হাজার মানুষের জায়গা দেওয়া সম্ভব হয় এই রকম ৮৪ হাজার শেড নির্মাণের পরিকল্পনা করেছিলাম। এরমধ্যে ৭৫ হাজারের বেশি শেড নির্মাণ হয়ে গেছে। তবে নতুন করে লোক আসায় ও বাড়তি লোক সংকুলানের জন্য এখন মোট ১ লাখ ৫০ হাজার শেড বানানো হবে। অর্থাৎ আরও ৭৫ হাজার নতুন শেড বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, গত ৩ অক্টোবর থেকে বান্দরবান থেকে রোহিঙ্গাদের কুতুপালংয়ে ক্যাম্পে নিয়ে আসা শুরু হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। এছাড়াও অন্য এলাকায় ছড়িয়ে থাকা রোহিঙ্গাদেরও কুতুপালং ক্যাম্পে আনা হবে।রোহিঙ্গাদের খাদ্য সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিদিন ৫ লাখ ২০ হাজার লোকের খাদ্যের সংস্থান করছে। এর বাইরে বাকিদের প্রাথমিকভাবে দেশি-বিদেশি ত্রাণ থেকে খাদ্য সরবরাহ করা হচ্ছে।তিনি বলেন, সবকিছু বাদ দিলে প্রতিদিন একশ ২০ টন চাল লাগে রোহিঙ্গাদের জন্য। এর পুরোটাই দেওয়া হচ্ছে বৈদেশিক সহায়তা থেকে। আর বাংলাদেশ সরকারের তহবিল থেকে রোহিঙ্গাদের জন্য এ পর্যন্ত ৫০০ টন চাল ও ৩০ লাখ টাকা বরাদ্দ করা হলেও ওই টাকাসহ মাত্র ১০ টন চাল খরচ হয়েছে। বাকি চাল এখনও অব্যবহৃত হয়েছে।তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের রাস্তাঘাট এ মাসের মধ্যেই ঠিক করা হবে। এছাড়াও সেখানে এ মাসের মধ্যেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। পুলিশ ফাঁড়িও বসানো হবে এ মাসের মধ্যেই। রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপনে আবারও নতুন করে এক হাজার একর জমি ব্যবহার করায় বনায়ন কার্যক্রম ধ্বংস হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে ঘন বন ছিল না। তাই বন বিভাগ তেমন ক্ষতিগ্রস্ত হবে না। সংবাদ সম্মেলনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল উপস্থিত ছিলেন।