মোস্তাফিজের দ্বিতীয় শিকার আমলা

0
0

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৬৯ রান। এর আগে মুমিনুল হক ও মাহমুদউল্লাহর লড়াকু ফিফটিতে প্রথম ইনিংসে ৩২০ রানে থামে টাইগাররা। এতে ১৭৬ রানের লিড পায় প্রোটিয়ারা। মুমিনুল ৭৭, মাহমুদউল্লাহ রিয়াদ ৬৫, মুশফিক ৪৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৩৮ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেন বাংলাদেশের দুই পেসার। শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ডিন এলগারকে এলবিডব্ল–র ফাঁদে ফেলে প্রথম ব্রেকথ্রু এনে দেন শফিউল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এলগার। প্রথম ইনিংসে ১৯৯ রান করা প্রোটিয়া ওপেনার এবার আউট ১৮ রানে। আরেক ওপেনার এইডেন মার্করাম মোস্তাফিজের কাটারে বিভ্রান্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ১৫ রানে। টিভি রিপ্লেতে অবশ্য দেখা গেছে ব্যাটে লাগেনি বল। এ দুই উইকেটই বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফিরিয়েছে।

২ উইকেটে ৫৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই আমলাকে ফিরিয়ে দেন মোস্তাফিজ। আমলা ২৮ রানে লিটন দাসের হাতে ধরা পড়েন। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৩ উইকেটে ৪৯৬ রানে। বাংলাদেশের বোলারদের তেমন জ্বলে উঠতে দেখা যায়নি এখনও। প্রথম ইনিংসে টাইগার বোলাররা মাত্র ২টি উইকেট তুলে নিতে সক্ষম হন।