কুমিল্লায় বাস খাদে, ৭ লাশ উদ্ধার

0
0

কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। আজ রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার নূরীতলায় এ দুর্ঘটনা ঘটে। জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-কুমিল্লা সার্কেল) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এএসপি জানান, বাসটি জেলার কোম্পানিগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। এখন পর্যন্ত সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।হতাহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান এএসপি।