প্রতিটি রোহিঙ্গা এতিম শিশুকে স্মার্ট কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুনর্বাসনসহ বিভিন্ন সেবা নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। এর জন্য সরকারের কাছে জমিও চাওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে একথা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা শিশুদের ব্যপারে পদক্ষেপ নেওয়া হয়েছে তা আমি পর্যবেক্ষণ করছি। বৃদ্ধদের ব্যপারে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। শিশুদের স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হবে। এছাড়া গুগল ফরমের মাধ্যমে তাদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে।
রোহিঙ্গাদের নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরতে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও সচিব জিল্লার রহমান। জিল্লার রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অনাথ রোহিঙ্গা শিশুদের চিহ্নিত করে স্মার্ট কার্ড দেওয়ার এই কাজ শুরু করেছেন তারা। এ পর্যন্ত চিহ্নিত করা ১৮০০ শিশুকে আগামী এক সপ্তাহের মধ্যে আলাদা রাখার ব্যবস্থা করা যাবে বলে তারা আশা করছেন।
তিনি বলেন, ১৩ থেকে ১৮ বছর বয়সটা ভালনারেবল। তাদের যদি নরমাল এই জনগোষ্ঠীর মধ্যে রাখা হয় হয়ত তারা অশান্তির কাজে জড়িয়ে যেতে পারে। এজন্য সরকারের বিবেচনা হচ্ছে, পরিবারবিচ্ছিন্ন শিশুদের আলাদা রাখার ব্যবস্থা করা। জায়গা বরাদ্দ পেলে শূন্য থেকে সাত বছরের শিশুদের এক জায়গায় এবং ৮ থেকে ১৮ বছরের শিশুদের আরেক জায়গায় রেখে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে তাদের পরিচর্যা করার পরিকল্পনার কথা জানান সমাজকল্যাণ সচিব।