গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ‘সরকার কর্তৃক লোকসানের মিথ্যা হিসাব দেখিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির যে তৎপরতা চলছে’ তার প্রতিবাদে বিইআরসির সামনে আজ সকাল ১১.৩০টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়; পরে বিক্ষোভ মিছিল করে সংগঠন গণতান্ত্রিক বাম মোর্চা এবং বাসদ-সিপিবি’র যৌথ সমাবেশে যোগ দেয়। উল্লেখ্য যে সমাবেশ চলাকালীন বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত শুনানীতে সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বাধীন টিমে আরো উপস্থিত ছিলেন আবুল হাসান রুবেল, বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, আরিফুল ইসলাম এবং গণসংগঠনের নেতা বেলায়েত সিকদার, আশরাফুল আলম সোহেল, জাহিদ সুজন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, জনস্বার্থ ও গণ মতামতের তোয়াক্কা না করে এবং মিথ্যা লোকসানের হিসাব দেখিয়ে সরকার আবারো বিদ্যুতের দাম বৃদ্ধির যে উদ্যোগ গ্রহণ করেছে- গণসংহতি আন্দোলন এই পরিস্থিতিতে বরাবরের মতোই তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছে। নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে দাম বৃদ্ধির পাঁয়তারা থেকে সরে আসতে আহ্বান জানায়।
নেতৃবৃন্দ বলেন, সরকারি নির্দেশে কোম্পানিগুলো ৭২ পয়সা প্রতি ইউনিট বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। অথচ ইউনিট প্রতি উন্নয়ন তহবিলের ২৬ পয়সা, ভর্তুকির সুদের হার ২২ পয়সা সহ অন্যান্য চাপিয়ে দেয়া খরচ বাদ দেয়া হলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম কমানো সম্ভব। এছাড়া বিদ্যুতের পাইকারী মূল্য ৪ টাকা ৯০ পয়সা, উৎপাদন ব্যয় ৩.৩৮ টাকা। অথাৎ প্রতি ইউনিটে গড় মুনাফা থাকে ১.৩২ টাকা। এইভাবে সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৬৬৬০ কোটি টাকা বছরে মুনাফা করছে।
নেতৃবৃন্দ আরও বলেন, গত তিন বছরে বাংলাদেশে অতি সামান্য নতুন কর্মসংস্থান হয়েছে। বিদ্যুতের দাম এই ভাবে বৃদ্ধি হতে থাকলে মানুষের জীবন মানের উন্নতি না হয়েই খরচ বৃদ্ধি পাবে, অন্যদিকে জ্বালানি খরচ বৃদ্ধি পাবার ফলে শিল্পকারখানা আরও অলাভজনক হবে। নিজ দেশের সাথে প্রায় বিশ্বাসঘাতকতামূলক এই জ্বালানি মূল্য বৃদ্ধির একমাত্র কারণ এইভাবে আদায় করা অর্থ সরকার জ্বালানি উন্নয়নে ব্যয় না করে রাজস্বখাতে নিয়ে নানান রকম চুরি-দুর্নীতির রসদ জোগাবার কাজ করে। নিজের দেশের উন্নয়নকে এভাবে ক্ষতিগ্রস্ত করে সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এর ফলে দেশের বাজার চীনা ও ভারতীয় পণ্যে ছেয়ে গেছে, বাংলাদেশের বহু পণ্য আর প্রতিযোগিতায় সুবিধা করতে পারছে না।
নেতৃবৃন্দ আরও বলেন, এভাবে বিদ্যুতের দাম নিয়ে সরকার জনগণের সাথে নিদারুণ প্রতারণা করে আসছে। সরকারের দুর্নীতি আর গাফিলতির কারণেই এটা ঘটে। এমনকি বিগত সময়ে বিদ্যুতের দাম বৃদ্ধির সময়ে বিইআরসিতে তারা বিদ্যুৎ খাতের উন্নয়নে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেগুলোও রক্ষা করেনি। শুধুমাত্র দাম বৃদ্ধি আর দুর্নীতিতেই তাদের একমাত্র আগ্রহ।
নেতৃবৃন্দ বিদ্যুতের মূল্যবৃদ্ধির তৎপরতার প্রতিবাদে এবং দেশের উৎপাদন ব্যবস্থা টিকিয়ে রাখার স্বার্থে সর্বস্তরের জনগণের প্রতি এই মূল্যবৃদ্ধি রুখে দাঁড়ানোর আহবান জানান।