গাজীপুর শহরের হাজীবাগ এলাকায় আইনজীবী ও ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের বাসায় ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা তাকে বেধে এবং তার মেয়েকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছনোর আগেই ডাকাতরা পালিয়ে যায়।
আইনজীবী আব্দুর রাজ্জাক জানান, রবিবার ভোর রাত তিনটার দিকে ৭-৮ জনের একদল ডাকাত তার বাসার বারান্দার গ্রীল কেটে এবং দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে ডাকাতরা তাকে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে হাত-পা বেধে রাখে। টের পেয়ে পাশের রুমে থাকা তার মেয়ে এক প্রতিবেশীকে ডাকাতির ঘটনাটি জানায়। পরে ডাকাতরা তার রুমে প্রবেশ করে তাকেও মারধর করে জিম্মি করে। সে চিৎকার করলে তাকে খুন করার হুমকী দেয়। পরে ডাকাতরা তার ঘরের আলমারী ভেঙ্গে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ তের লক্ষাধিক টাকা, মোবাইল সেট ও দামি ঘড়ি নিয়ে যায়। তিনি জানান, ডাকাতরা প্রায় ৪০ মিনিটের মতো তার বাসায় অবস্থান করে লুটপাট চালায়। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াৎ হোসেন জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অল্পের জন্য পুলিশ ডাকাতদের ধরতে পারেনি। তবে পুলিশ ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে এবং ডাকাতদের গ্রেফতারের অভিযান চলছে।