বগুড়ার ৩৬৫ বস্তা ভিজিডির চাল সহ গ্রেফতার ৪

0
0

বগুড়ার সারিয়াকান্দি ও দুপচাঁচিয়া উপজেলায় দুস্থ মহিলাদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৩৬৫ বস্তা চাল সহ ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে।এরা হলো-জহুরুল ইসলাম(৩৪),শফিকুল (৩৫), নুরুল ইসলাম(২৯) ও মাসুদ(১৮)।মঙ্গলবার রাত ও বুধবার দুপুরের কিছু আগে পুলিশের পৃথক অভিযানে ভিজিডির চাল সহ তাদের গ্রেফতার হয়। এবিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। অবৈধ ভাবে ভিজিডির চাল কিনে বিক্রির জন্য সেখানে মজুদ করা হয়েছিলো।

পুলিশ ও সংশ্লিস্ট সুত্র জানায়, ভারনারেবল গ্রুপ ডেভালপমেন্ট(ভিজিডি) কর্মসুচীর আওতায় মহিলা বিষয়ক অধিপ্তরের আওতায় দুস্থ মহিলাদের প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়া হয়। বগুড়ার ১২টি উপজেলায় প্রায় ২৫ হাজার দুস্থ মহিলা এই কর্মসুচীর আওতায় চাল পান। পুলিশ জানায়,সারিয়াকান্দির মথুরাপাড়া এলাকায় জুলফিকার নামে এক ব্যক্তি ভিজিডি’র বিপুল চাল মুজুদ করেছে, এমন সংবাদে পুলিশ মঙ্গলবার গভীর রাতে তার গুদামে অভিযান চালায়। এসময় সেখানে ১৪২ বস্তা চাল সহ ১ জনকে আটক করা হয়। গুদাম মালিক জুলফিকারের বাড়ি কুতুবপুর ইউনিয়নে। পুলিশের অভিযানের আগে সে পালিয়ে যায়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিলো। অপর দিকে বুধবার দুপুরে দুপচা উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় এই চাল উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে।

অন্যদিকে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে দুপচাঁচিয়া উপজেলার গোয়ালমাথা এলাকার জহুরুল ইসলামের মিলঘর থেকে পুলিশ ২২৩ বস্তা ভিজিডির চাল উদ্ধার করেছে। এসময় গুদাম মালিক জহুরুল, শফিকুল ইসলাম ও নূরুল ইসলামকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের এ বিষয়ে মামলা দায়েরের নিদের্শ দেয়া হয়েছে। তিনি জানান, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যাচাই বাছাই করে দুস্থ মহিলাদের নাম তালিকাভুক্ত করে ভিজিডি কর্মসুচীর অর্ন্তভুক্ত করা হয়।চালের দাম বেড়ে যাওয়ায় ভিজিডির চাল কালোবাজারে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।