মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার জের ধরে রোহিঙ্গারা যে এভাবে বাঁধভাঙা ¯্রােতের মতো ধেয়ে আসতে পারে, সে বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। তাই প্রশাসনের কোনো পর্যায়েই কোনো ধরনের আগাম সতর্কতা বা পূর্বপ্রস্তুতি ছিল না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা প্রশ্নের জবাবে এই গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ বলছেন, এটা যে একেবারেই ছিল না, সেটা জাতীয় নিরাপত্তাগত দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক অস্বাভাবিক ঘটনা।জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত বছরের অক্টোবর পর্যন্ত আমাদের কিছুটা ধারণা ছিল, কিন্তু এরপর এ ধরনের কোনো পূর্বাভাস ছিল না। আমাদের কনস্যুলেট (রাখাইনের সিটিউতে অবস্থিত) সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। পুরো ঘটনা ঘটেছে হঠাৎ করে। আমাদের কাছে কোনো ধরনের গোয়েন্দা তথ্য ছিল না।২০১২ সালের ১২ জুলাই তৎকালীন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন ঘোষণা দিয়েছিলেন, জাতিগত সংঘাত বন্ধের একমাত্র উপায় হলো রোহিঙ্গাদের অন্য দেশে বহিষ্কার করা। নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকেরা এখন বলছেন, বাংলাদেশি নীতিনির্ধারকেরা কল্পনাও করতে পারেননি যে মাত্র পাঁচ বছরের ব্যবধানে তারা তাদের প্রকাশ্য ঘোষণা এভাবে বাস্তবে রূপ দেবে। গত ১৩ মার্চ মিয়ানমারের মানবাধিকার-বিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার ইয়াংগি লি জেনেভায় হিউম্যান রাইটস কাউন্সিলে তাঁর আশঙ্কা ব্যক্ত করে বলেন, মিয়ানমার সব রোহিঙ্গাকে বহিষ্কারের পরিকল্পনা আঁটছে।কিন্তু এরপরও বাংলাদেশ নির্দিষ্টভাবে ওই আশঙ্কাকে বাস্তব বিবেচনায় চীন, ভারত ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ মিত্রদেশগুলোর সঙ্গে এ বিষয়ে কোনো সক্রিয় বা উদ্বেগতাড়িত কূটনীতি চালিয়েছে বলে জানা যায় না; বরং একটি সূত্র বলেছে, ২০১৫ সালে উভয় পক্ষে চুক্তি হয় যে মিয়ানমার বা বাংলাদেশ রোহিঙ্গাদের কেউ ‘রোহিঙ্গা’ বা ‘বাঙালি’ বলবে না। তারা বলবে রাখাইনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। এখন বিশ্লেষকেরা প্রশ্ন তুলছেন, এই তথ্য ঠিক হলে সেটা সুচিন্তিত ছিল কি না। কারণ, এটা মিয়ানমারের অশুভ উদ্দেশ্য পূরণে সহায়ক হয়েছে। তারা এর আগে জাতিসংঘে রোহিঙ্গাদের পরিচয় বাঙালি বলেছিল। বিশ্লেষকেরা বলছেন, ১৯৭৮-১৯৭৯ বা ১৯৯১-১৯৯২ সালে মিয়ানমারকে এভাবে ধারাবাহিক ও বেপরোয়া কূটনীতি চালাতে দেখা যায়নি।উল্লেখ্য, ওই সমঝোতার ভিত্তিতে আনান কমিশনের রিপোর্টেও রোহিঙ্গা শব্দটি পরিহার করা হয়েছে। কিন্তু মিয়ানমার সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে। গত ২৫ আগস্টের হামলার দায়িত্ব কথিতমতে আরাকান স্যালভেশন আর্মি (আরসা) স্বীকার করে নিলেও মিয়ানমার সরকারিভাবে হামলাকারীদের পরিচয় দিতে বাঙালি কথাটি ব্যবহার করছে।মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার জের ধরে রোহিঙ্গারা যে এভাবে বাঁধভাঙা ¯্রােতের মতো ধেয়ে আসতে পারে, সে বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। তাই প্রশাসনের কোনো পর্যায়েই কোনো ধরনের আগাম সতর্কতা বা পূর্বপ্রস্তুতি ছিল না।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা প্রথম আলোর প্রশ্নের জবাবে এই গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ বলছেন, এটা যে একেবারেই ছিল না, সেটা জাতীয় নিরাপত্তাগত দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক অস্বাভাবিক ঘটনা।
জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত বছরের অক্টোবর পর্যন্ত আমাদের কিছুটা ধারণা ছিল, কিন্তু এরপর এ ধরনের কোনো পূর্বাভাস ছিল না। আমাদের কনস্যুলেট (রাখাইনের সিটিউতে অবস্থিত) সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। পুরো ঘটনা ঘটেছে হঠাৎ করে। আমাদের কাছে কোনো ধরনের গোয়েন্দা তথ্য ছিল না।২০১২ সালের ১২ জুলাই তৎকালীন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন ঘোষণা দিয়েছিলেন, জাতিগত সংঘাত বন্ধের একমাত্র উপায় হলো রোহিঙ্গাদের অন্য দেশে বহিষ্কার করা। নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকেরা এখন বলছেন, বাংলাদেশি নীতিনির্ধারকেরা কল্পনাও করতে পারেননি যে মাত্র পাঁচ বছরের ব্যবধানে তারা তাদের প্রকাশ্য ঘোষণা এভাবে বাস্তবে রূপ দেবে। গত ১৩ মার্চ মিয়ানমারের মানবাধিকার-বিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার ইয়াংগি লি জেনেভায় হিউম্যান রাইটস কাউন্সিলে তাঁর আশঙ্কা ব্যক্ত করে বলেন, মিয়ানমার সব রোহিঙ্গাকে বহিষ্কারের পরিকল্পনা আঁটছে।কিন্তু এরপরও বাংলাদেশ নির্দিষ্টভাবে ওই আশঙ্কাকে বাস্তব বিবেচনায় চীন, ভারত ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ মিত্রদেশগুলোর সঙ্গে এ বিষয়ে কোনো সক্রিয় বা উদ্বেগতাড়িত কূটনীতি চালিয়েছে বলে জানা যায় না; বরং একটি সূত্র বলেছে, ২০১৫ সালে উভয় পক্ষে চুক্তি হয় যে মিয়ানমার বা বাংলাদেশ রোহিঙ্গাদের কেউ ‘রোহিঙ্গা’ বা ‘বাঙালি’ বলবে না। তারা বলবে রাখাইনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। এখন বিশ্লেষকেরা প্রশ্ন তুলছেন, এই তথ্য ঠিক হলে সেটা সুচিন্তিত ছিল কি না। কারণ, এটা মিয়ানমারের অশুভ উদ্দেশ্য পূরণে সহায়ক হয়েছে। তারা এর আগে জাতিসংঘে রোহিঙ্গাদের পরিচয় বাঙালি বলেছিল। বিশ্লেষকেরা বলছেন, ১৯৭৮-১৯৭৯ বা ১৯৯১-১৯৯২ সালে মিয়ানমারকে এভাবে ধারাবাহিক ও বেপরোয়া কূটনীতি চালাতে দেখা যায়নি।
উল্লেখ্য, ওই সমঝোতার ভিত্তিতে আনান কমিশনের রিপোর্টেও রোহিঙ্গা শব্দটি পরিহার করা হয়েছে। কিন্তু মিয়ানমার সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে। গত ২৫ আগস্টের হামলার দায়িত্ব কথিতমতে আরাকান স্যালভেশন আর্মি (আরসা) স্বীকার করে নিলেও মিয়ানমার সরকারিভাবে হামলাকারীদের পরিচয় দিতে বাঙালি কথাটি ব্যবহার করছে। নাফ নদীর তীরে কক্সবাজারের দয়ালপাড়া গ্রাম। সেখানে রোহিঙ্গা শরণার্থীশিবিরে একটানা রোগী দেখে যাচ্ছেন চিকিৎসক মোহাম্মদ হোসেন। গত দুই ঘণ্টায় ৫০ জনেরও বেশি রোগী দেখেছেন তিনি। কাছের আরেকটি মসজিদে অপেক্ষা করছে আরও ৪০ জন।আল-জাজিরার খবরে জানা যায়, শরণার্থীশিবিরে ৩২ জনের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন চিকিৎসক হোসেন। মিয়ানমারে চলা সহিংসতা থেকে বাঁচতে সীমান্ত পার হয়ে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন তিনি।ঢাকার বারডেম হাসপাতালের চিকিৎসক হোসেন বলেন, ‘হাসপাতাল থেকে ছুটি নিয়ে রোহিঙ্গাদের সহায়তা করতে আমি এখানে এসেছি। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা প্রয়োজন।অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে রোগীদের সেবা দিচ্ছেন চিকিৎসক হোসেন। তাঁর রোগী ২৫ বছরের রোহিঙ্গা নারী সোমেরন। রাখাইন থেকে পালিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকেছেন তিনি। সঙ্গে ১২ বছরের মেয়ে সাবিহা। সোমেরন বলেন, ‘আমার সারা শরীরে র্যাশ বেরিয়েছে। আজ সকালেই আমি ওষুধ ও চিকিৎসাসেবা পেয়েছি। চিকিৎসার পর আমার র্যাশ হয়তো সেরে যাবে। কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে চিন্তিত।৪ লাখ ৯ হাজারেরও বেশি রোহিঙ্গা গত ২৫ আগস্ট থেকে বাংলাদেশে এসে ঢুকেছে। তাদের মধ্যে অনেকেই কক্সবাজার থেকে ৯০ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম দয়ালপাড়ায় রয়েছে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ক্রিস লম আল-জাজিরাকে বলেন, এটি সত্যিই খুব খারাপ পরিস্থিতি। এখানকার রোহিঙ্গারা খুবই বিপজ্জনক পরিবেশে রয়েছে। তাদের কাছে যথেষ্ট খাবার, পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থা নেই। তিনি আরও বলেন, রোহিঙ্গারা খুবই বিপজ্জনক পরিবেশে রয়েছে। বিশেষ করে শিশুরা খুবই বিপন্ন। যদি তারা দূষিত পানি পান করে, তাহলে তাদের ডায়রিয়া হতে পারে। এমনকি অপুষ্টির কারণে তারা মারাও যেতে পারে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রধান ইফতিয়ার আসলানভ এক বিবৃতিতে বলেন, লোকেরা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। আমরা তাদের স্বাস্থ্যসেবা, পানি ও খাবার দিয়ে সহায়তা করছি।বাংলাদেশ রেড ক্রিসেন্টের চিকিৎসক মহসিন উদ্দিন আহমেদ বলেন, আমরা প্রতিদিন ২০০ রোগী দেখি। তাদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী। রোগী এত বেশি আসছে যে আমাদের আরও ওষুধ প্রয়োজন।’ তিনি আরও বলেন, রোহিঙ্গা রোগীদের মধ্যে ডায়রিয়া, ত্বকে সংক্রমণ, উদ্বেগ, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যাচ্ছে।মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে ভিটেমাটি আর সহায়-সম্বল হারানোর ভয়ানক অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে আসা অনেকে লাখো মানুষের ভিড়ে হারিয়ে ফেলছেন শিশু সন্তানকে। কোনো কোনো শিশু বাবা-মায়ের কোলে ফিরলেও নিখোঁজ থাকছে অনেকে। সন্তানহারা বাবা-মা আর তাদের ঠিকানা না জানা শিশুরা সময় পার করছে চোখের জলে।এ রকম চোখের জলে ভেসেছিলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের নুরুল্লাপাড়ার বাসিন্দা রাজিয়া আক্তার ও সোনা মিয়া। তারা জন্মভূমি মিয়ানমার ছেড়েছেন ১০ সেপ্টেম্বর। ঝুপড়ি ঘর বেঁধেছেন নতুন গড়ে তোলা কুতুপালং শরণার্থী শিবিরে।শুক্রবার সোনা মিয়া প্রস্তুতি নিচ্ছিলেন জুমার নামাজে যাওয়ার। এদিকে রাজিয়া বেগম রিলিফের চাল ফুটিয়ে ছেলে-মেয়েদের পাশে রেখে চুলায় তরকারি চড়িয়েছেন। রান্না শেষ করে গোসলে নিয়ে যাবেন বাচ্চাদের, অন্তত ছোট্ট ছেলে ছগিত উদ্দিনকে।দুই বছর পার করা ছগিতের শরীরটা ভালো না। দেখা দিয়েছে নানা চর্মরোগ। বাংলাদেশে আসার পথে এবং আসার পর এতদিনে ঠিকঠাক করে গোসলও দিতে পারেননি। তার জন্য তাই অন্য রকম তাড়না কাজ করছে মায়ের মনে।রান্না শেষ করেই ছুটতে হবে পানির সন্ধানে। পানি মিললে ছেলেকে নিয়ে যাবেন গোসলে। আর সব কাজই শেষ করতে চান স্বামী নামাজ শেষ করে আসার আগে।
ছোট্ট ছগিত একটু একটু করে ভাত খাওয়াও শিখেছে। সেটা নিয়েও একটা উত্তেজনা রয়েছে। হঠাৎ খেয়াল হল যাকে নিয়ে এত ব্যস্ততা, সেই ছগিতই পাশে নেই। অথচ একটু আগেই আপন মনে খেলছিল সে।প্রথমে আশপাশে খোঁজেন, নাম ধরে ডাকাডাকিও করেন। কিন্তু কোনো সাড়া নেই ছেলের। সময় যতই গড়াচ্ছিল, ততই পাগল হয়ে উঠছিলেন মা। ঘর-বাড়ি, সহায় সম্বল হারিয়ে বিদেশ বিভূঁইয়ে শরণার্থী হয়ে আসা মা মানতে পারছিলেন না সন্তান হারানোর বাস্তবতা।দুই ঘণ্টা হন্যে হয়ে খোঁজার পর তিনি হাঁটা ধরেন নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের গেইটের দিকে। সেখানে নাকি কেউ হারালে ঘোষণা দেওয়ার ব্যবস্থা আছে। নিজের ঘর থেকে পায়ে হাঁটা পথে প্রায় ২৫ মিনিটের দূরত্বে ওই ঘোষণা মঞ্চে আসতে আসতেই একটি ছোট্ট বাচ্চা পাওয়ার ঘোষণা তার কানে বাজে।এখনও দলে দলে রোহিঙ্গারা আসছেন বাংলাদেশে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। মাইকে ভেসে আসে, দেখতে সুন্দর ও শান্ত একটা ছেলে পাওয়া গেছে। ঘোষণায় আশা জাগালেও বর্ণনাতো নিজের ডানপিটে ছেলের সঙ্গে মেলে না। ছেলেটা কাদামাটিতে মাখামাখি করতেই বেশি ভালোবাসে। তার উপর গায়ের রঙও তেমন উজ্জ্বল নয়।ছুটতে ছুটতে মঞ্চে এসে দেখেন, ছেলেটা তার প্রিয় ছগিত নয়। মাইকের আওয়াজ থামতেই শুনতে পান পরিচিত কান্না। কয়েক হাত দূরে কান্নার উৎসের দিকে তাকাতেই চমকে উঠেন মা, এইতো তার নাড়ি ছেড়া ধন!মঞ্চের ঘোষক জানান, ছেলেটি কোথাও থেকে নিজে নিজেই ঘোষণা মঞ্চের সামনে এসে কাঁদতে থাকে। ভিড়ের মধ্যে কেউ একজন তাকে মঞ্চের টেবিলে তুলে দেন। কিন্তু সেখানে শিশুটিকে কিছুতেই স্থির রাখা যাচ্ছিল না। তীব্র কান্না আর ছটফট করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল সে।অনেক চেষ্টার পর শান্ত করতে না পেরে তাকে ছেড়ে দেওয়া হয়, রাখা হয় দৃষ্টি। হয়ত ছেলেটি নিজে নিজেই ঘরের দিকে পা বাড়াবে। তখন একজন তাকে অনুসরণ করবে। হয়ত পাওয়া যাবে তার পরিবারের সন্ধান। কিন্তু ছেড়ে দেওয়ার পর বেশি দূর না গিয়ে উচ্চ স্বরে কাঁদতে থাকে সে। এর মাঝেই মা নিজেই এসে হাজির হয়।এত দূরের পথ কীভাবে এই ছোট্ট শিশু এসেছে, সেটা স্পষ্ট নয় রাজিয়ার কাছেও। সেটা এখন আর গুরুত্বপূর্ণও নয় তার কাছে। ছেলেকে ফিরে পাওয়াই তার কাছে বড় হয়ে উঠেছে।তবে আসমার বাবা মো. রফিকের ভাগ্য রাজিয়া বেগমের মতো নয়। বৃহস্পতিবার যখন তার সাথে কথা হচ্ছিল, তখন তিনি হন্যে হয়ে মেয়েকে খুঁজছিলেন। ১১ সেপ্টেম্বর তার মেয়ে হারিয়ে যায়। এরপর থেকে প্রতিদিন ১৬ থেকে ১৭ ঘণ্টা তিনি মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন।প্রথম সন্তানের খোঁজে তিনি ত্রাণের পেছনেও ছোটা বন্ধ করে দিয়েছেন, যার ফলে উপোষ করতে হচ্ছে অন্য ছেলে-মেয়েদের। কিন্তু বাবা খুঁজে চলেছেন তার হারিয়ে যাওয়া মেয়েকে। পরিচিত-অপরিচিত কেউ তার দিকে তাকালেই তিনি জিজ্ঞেস করছেন মেয়ের কথা।বাবা-মাকে হারিয়ে নয় দিন পায়ে হেঁটে পাঁচ বছরের ছোট ভাইকে নিয়ে বাংলাদেশে এসেছে শফিউল নামে এক শিশু। এখানে আসার পর হারিয়ে ফেলে সেই ভাইকে। শফিউলের ভাই হারানোর গল্প নিয়ে একটি টেলিভিশনে খবর প্রচার হয়েছে। পাশাপাশি লাখ লাখ মানুষ সেই খবর দেখেছে সামাজিক মাধ্যমে।হারিয়ে যাওয়া সেই ভাইয়ের খোঁজ মেলেনি। এরপর শফিউল পাশে পায় একটি আন্তর্জাতিক সংস্থাকে, তারাও খোঁজ করছে তার ভাইয়ের। কিন্তু শনিবার পর্যন্ত সেই খবর মেলেনি।শিশুদের হারিয়ে যাওয়ার এই ঘটনা ঘটছে অহরহ। রাস্তায় যেতে যেতেই এমন অনেক মানুষের সঙ্গে দেখা হয়, যাদের পরিবারের সদস্যরা হারিয়ে গেছেন। হারিয়ে যাওয়া এই মানুষদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।হারিয়ে যাওয়াদের খবর নিতে গিয়ে কুতুপালং ক্যাম্পে পাওয়া গেল হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের নিরাপত্তারক্ষী কামাল হোসেনকে। হঠাৎ করে উপচেপড়া লাখ লাখ মানুষের ভিড়ে অনেক শিশু হারিয়ে যাচ্ছে-এমনটা দেখে তিনি নিজের উদ্যোগে মাইক ভাড়া করে ঘোষণা দেওয়ার কাজ শুরু করেন।একটা সময় পর ইউএনএইচসিআর তাকে মাইক সরবরাহ করে। তার অফিস থেকে এই কাজের জন্য তাকে নিয়মিত দায়িত্ব থেকে ছুটি দেওয়া হয়েছে।তার এখান থেকে দুইভাবে ঘোষণা দেওয়া হয়। কেউ এসে শিশুর হারিয়ে যাওয়ার খবর দিলে ঘোষণা দেওয়া হয়। শিশুটিকে পাওয়া গেলে মা-বাবার কাছে তাকে হস্তান্তর করা হয়। আবার কোনো শিশুকে পাওয়া গেলে সেটারও ঘোষণা দেওয়া হয়।
কামাল জানান, উভয় রকম মিলিয়ে ৫ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৪১০টি শিশুর বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে এই মঞ্চ থেকে। এদের মধ্যে ১২৯টি শিশুকে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।এর বাইরে পরিবারের সদস্যরা অন্যভাবেও অনেককে খুঁজে পেতে পারেন জানিয়ে তিনি বলেন, “তারপরও বলা যায় অনেকেরই এখনও খোঁজ পাওয়া যায়নি। কারণ তারা এসে আমাদের কাছে নিয়মিত নতুন কোনো শিশুকে পাওয়া গেছে কি না সে খবর নেয়। তাছাড়া বেশ কয়েকদিন যাবত নিখোঁজ থাকার পর অনেকের স্বজনরা এখানে ঘোষণার জন্য এসেছেন। এটা দিয়ে পরিস্থিতি কিছুটা বোঝা যায়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রেডক্রসের হেড অব দ্য ডেলিগেশনের পরামর্শক শিরিন সুলতানা বলেন, পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে আমরা কাজ করছি। মিয়ানমারে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগে টেলিফোন সেবা দিয়ে থাকি।এখানে এসে হারিয়ে যাওয়াদের নিয়েও আমরা ডেটাবেজ তৈরি করব, সবার সাথে সমন্বয় করে এ রকম শিশুদের খুঁজে পেতে আমরা পদক্ষেপ নেব। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) রোববার থেকে তাঁবু তৈরির কাজ শুরু করেছে। ১০ দিনের মধ্যে তাঁবু নির্মাণকাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীও এ কাজের সঙ্গে যুক্ত হবে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দেওয়া ত্রাণসামগ্রী ঢাকা ও চট্টগ্রাম থেকে পরিবহন করে কক্সবাজারে জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছে দেওয়ার দায়িত্বও পালন করবে সেনাবাহিনী।কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভা আজ সকালে অনুষ্ঠিত হয়। এ সভায় সিদ্ধান্ত হয়েছে রোহিঙ্গাদের একটিমাত্র ক্যাম্প বালুখালীতে স্থানান্তর, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ, স্বাস্থ্য, স্যানিটেশনসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতিসংঘের দুই সংস্থা ইউএনএইচসিআর ও আইওএম। এ দুটি সংস্থা রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সব তাঁবু সরবরাহ করতে সম্মত হয়েছে।সভায় সিদ্ধান্ত হয়েছে, বালুখালীতে স্থাপিত নতুন ক্যাম্পকে ২০ ব্লকে ভাগ করা হবে। আপাতত বরাদ্দ দুই হাজার একর ভূমিতে তাঁবু তৈরি করে সেখানে রোহিঙ্গাদের থাকার জায়গা করে দেওয়া হবে। প্রতিটি তাঁবুতে ছয়টি রোহিঙ্গা পরিবারকে থাকার ব্যবস্থা করা হবে। সেখানে সব রোহিঙ্গার স্থান সংকুলান না হলে আরও জমি বরাদ্দ করা হবে। বালুখালীতে ৫ হাজার ২০০ একর জমি রয়েছে।কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানিয়েছেন, রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ সুষ্ঠু ও গতিশীল করতে ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে প্রতিদিন ১ লাখ ৪০ হাজার রোহিঙ্গার জন্য খাবার বিতরণ করা হচ্ছে। অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণকাজ জেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
জেলা প্রশাসক জানান, রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আজ থেকে ১২টি কেন্দ্র চালু করা হয়েছে। সেখান থেকে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ত্রাণসামগ্রী বিতরণ হচ্ছে। ১৪ হাজার তাঁবু তৈরির কাজও রোববার থেকে শুরুহয়েছে। তিনি জানান, আগামী ১০ দিনের মধ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের বালুখালীতে নিয়ে আসা হবে।জেলা প্রশাসক জানান, রোহিঙ্গাদের মধ্যে জরুরি ভিত্তিতে ত্রাণ বিতরণের কাজ চালিয়ে যাবে কক্সবাজার জেলা প্রশাসন। কোনো ব্যক্তি, সংগঠন এবং সরকারি বেসরকারি কোনো সংস্থা ত্রাণ বিতরণ করতে চাইলে তা জেলা প্রশাসনের মাধ্যমে করতে হবে।জেলা প্রশাসক জানান, রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ৭০ জন অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসক জানান, তিন মাসের মধ্যে রোহিঙ্গাদের নিবন্ধনকাজ সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় পাসপোর্ট অধিদপ্তর এ কাজ এগিয়ে নিচ্ছে।তিনি জানান, বালুখালী ক্যাম্পে খোলা হবে রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের একটি শাখা অফিস। এখানে জেলা প্রশাসনের একটি অফিস এবং পুলিশ ক্যাম্প থাকবে।কক্সবাজারে ইউএনএইচসিআর মুখপাত্র ভিভিয়ান তান জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য তাঁবু, সোলার লাইট, কম্বল, রান্নাঘরের সরঞ্জাম, প্লাস্টিক সিটসহ বেশ কিছু ত্রাণসামগ্রী শুক্রবার ইউএনএইচসিআর কক্সবাজার কার্যালয়ে এসে পৌঁছেছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে তা বিতরণের কাজ আজ রোববার থেকে শুরু করা হয়েছে।উখিয়া ও টেকনাফে ছয়টি কেন্দ্রে রোহিঙ্গা নিবন্ধন অব্যাহত রয়েছে। হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে নিবন্ধন করছেন। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গারাও সেখানে নিবন্ধনের জন্য আসছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। রোববার ভারী বৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে হয় লাখো রোহিঙ্গাদের।