ময়মনসিংহের ত্রিশালে ডিবি পুলিশের সাথে বন্ধুকযুদ্ধ ও গণধোলাইয়ে দুই ডাকাত নিহত হয়েছে। সোমবার ভোরে উপজেলার হরিরামপুর এবং বৈইলরে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়। তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, হরিরামপুর ইউনিয়নের ঝিটকারপুল এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে গরু ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক অজ্ঞাত (২৫) সদস্য নিহত হয়েছে। নিহতের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
অপরদিকে, উপজেলার বৈইলর ইউনিয়নের সালামের দোকান সংলগ্ন একটি বাড়িতে গরু ডাকাতির সময় গণধোলাইয়ে অজ্ঞাত (৩০) এক ডাকাত দলের সদস্য নিহত হয়েছে। ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে বৈইলর ইউনিয়নের সালামের দোকান সংলগ্ন বাড়িতে ৮/১০ জনের একটি ডাকাত দল গরু ডাকাতি করতে আসে। স্থানীয়রা তাদের ধাওয়া করলে সবাই পালিয়ে গেলেও একজনকে ধরে গণধোলাই দিলে স্থানীয় ঘটনাস্থলেই সে মারা যায়। দুইজনের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠানোর প্রস্ততি চলছে বলেও জানান ওসি।