গাজীপুরে বিলের পানিতে ঘাস কাটতে গিয়ে নিখোঁজের ৩১ ঘন্টা পর সোমবার বিকেলে কচুরি পানার ভিতর থেকে এক বাবুর্চির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আকমল উদ্দিন ঢালীর (৭০) গাজীপুর মহানগরের পাইকরদেশী এলাকার মৃত নিয়ামত উদ্দিন ঢালীর ছেলে।এলাকাবাসির ধারনা বিলের মাঝে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।
এলাকাবাসি ও নিখোঁজ ব্যাক্তির স্বজনরা জানায়,আকমল উদ্দিন ঢালী রবিবার সকাল ৯ টার দিকে বাড়ির পাশে বর্ষার পানিতে বকভাংগার বিলে তালের নৌকা (কোন্দা) নিয়ে গরুর জন্য ঘাস কাটতে বের হয়। বের হওয়ার কিছুক্ষণ পর থেকে ঝড়-বৃষ্টি হতে থাকে। এক পর্যায়ে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও এলাকাবাসি তাকে খুজে না পাওয়ায় তার নিখোঁজের বিষয়টি নিশ্চিত হয়।পরে অনেক খোজা খোজির পর সোমবার বিকেল ৪টার দিকে পাইকরদেশি এবং টেকিপাড়ার মাঝখানের বিলের কচুরিপানার ভিতর থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসি। নিহতের শরীরে পোড়া দাগ ও হাত কোকরানো রয়েছে। নিহতের ভাতিজা ফজলুল হক জানান,বিলের মাঝখানে জিআই তার দিয়ে বিদ্যুত নেয়া হয়েছে।ধারনা করা হচ্ছে ওই বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।