মেক্সিকোতে শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬

0
0

মেক্সিকোর দক্ষিণ উপকূলে আঘাতহানা শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। ৮ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্পে নিহতদের মধ্যে একজন পার্শ্ববর্তী দেশ গুয়েতমালার নাগরিক। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মেক্সিকোর পিজিজিয়াপান থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঘাতহানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ২। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বলেছেন, গত ১০০ বছরের মধ্যে এটিই মেক্সিকোতে আঘাতহানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

এ ঘটনায় ৫০ মিলিয়ন মানুষ ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়ে তিনি বলেছেন, এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনার পর মেক্সিকো, গুয়েতামালা, এল সালভাদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা এবং হন্ডুরাসে এক সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার স্থানীয় সময় ১২টা ৪৯ মিনিটে আঘাত হানে এ ভূমিকম্প।