ঈদকে সামনে রেখে বেচা কেনার সময় গাজীপুরের এক গজারী বন থেকে বুধবার ১০ হাজার ১০০ লিটার চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ তিনজনকে হাতে নাতে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। আটককৃতরা হলো- গাজীপুরের হাতিয়াব এলাকার মৃত লাল মহন চন্দ্র বর্মনের ছেলে খোকন চন্দ্র বর্মন (৩৫), নান্দুয়াইন এলাকার মৃত বসুবেদ চন্দ্র বর্মন চন্দ্রের ছেলে জীবন চন্দ্র বর্মণ (৪২) ও খিদিস চন্দ্র বর্মণের স্ত্রী তারা রানী বর্মণ (৪০)।
র্যাব জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের কুমারখাদা এলাকাস্থ গজারি বনের ভিতরে দেশীয় চোলাইমদ কেনা-বেচা চলছে। এ গোপন সংবাদ পেয়ে র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানীর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বুধবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় চোলাই মদসহ খোকন চন্দ্র বর্মন (৩৫), জীবন চন্দ্র বর্মণ (৪২) ও তারা রানী বর্মণকে (৪০) হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫টি ড্রামে প্রতিটি ড্রামে অনুমান ২০০ লিটার করে মোট ৫ হাজার চোলাই মদ তৈরীর ওয়াশ ও ৫টি সিলভারের কলসিতে অনুমান ৫ হাজার ১০০ লিটার প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ ও ওয়াশ তৈরীর উপকরণ জব্দ করা হয়। অভিযানকালে মদ, মদ তৈরীর উপকরণ, তৈরীর কাজে ব্যবহৃত চুলা ও সংরক্ষনের কাজে ব্যবহৃত ড্রাম, হাড়ি, পাতিল, কলস ও পলিথিনের প্যাকেট ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।