সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের স্বস্তি দায়ক চলাচলকে বিঘিœত করে অস্বস্তি সৃষ্টি করা হবে তা কোন ভাবেই মেনে নেয়া যাবে না। জনগনের স্বস্তিকে ঝুঁকির মুখে ফেলে আমরা কাউকে রাস্তায় চলতে দিতে পারি না। তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে কোনভাবেই ঈদের তিনদিন আগে থেকে মহাসড়কে কোন অবস্থাতেই ভারী যানবাহন অর্থাৎ ট্রাক, কাভার্ডভ্যান, লড়ি বা অতিরিক্ত মালবাহী পরিবহন চলাচল করতে পারবে না। এ ধরণের যানবাহন মহাসড়কে চলাচল করলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এখানে কোন ছাড় দেয়া হবে না।
সেতু মন্ত্রী বুধবার বিকেলে ঈদ উপলক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে যানজট পরিস্থিতি পরির্শনে এসে সাংবাদিক সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে টাইগার টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, টাইগারদের বিজয় ঈদের আগে আরও একটি আনন্দের সৃষ্টি হয়েছে। এ বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে বিশ্বের কাছে আরও মর্যাদা পূর্ণ করে তুলেছে। আজকে কেউ অন্য কোন ভিশন নিয়ে মেতে নেই। টাইগারদের এ বিজয়ে সারা দেশে আজ গর্বিত। একটু কষ্ট হলেও ক্রিকেট জয়ের আনন্দ নিয়ে সবাই বাড়ি ফিরবে।
এসময় সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী ডিকেএএম নাহিন রেজা, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।