সাত হাজার কোটি টাকার প্রাথমিক শিক্ষা উপবৃত্তি দেবে সরকার

0
252

সাত হাজার কোটি টাকার প্রাথমিক শিক্ষা উপবৃত্তি দেবে সরকার। এ লক্ষে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প-তৃতীয় পর্যায়’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সভায় ১০ হাজার ৩৩১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান।অর্থ প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পগুলোর অর্থায়নের মধ্যে জিওবি ১০ হাজার ৩২২ কোটি ৬৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ৯০ লাখ টাকা।

একনেক সভায় অনুমোদন দেওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছেÑ ছয় হাজার ৯২৩ কোটি ছয় লাখ টাকা ব্যয়ে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প-তৃতীয় পর্যায়, ৩২৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ৬৪টি জেলায় জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ (প্রথম পর্যায়ে ২২ জেলা) প্রকল্প, ৯৬২ কোটি টাকা ব্যয়ে ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের বেগমগঞ্জ থেকে সোনাপুর পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রকল্প, ২৬৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নকলা-সিরাজগঞ্জ সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ চার লেনে উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ দুই লেনে উন্নীতকরণ প্রকল্প, ১১৪ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক বর্ডার রোড নির্মাণ প্রকল্প, ১০৬ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে কুষ্টিয়া শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প, ১৮২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে মোহনপুর রাজশাহী নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সড়ক নির্মাণ প্রকল্প, এক হাজার ৩৩৪ কোটি ৯৫ লাখ টাকা ব্যায়ে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প, ১১৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলাধীন ধলেশ্বরী নদীর বাম তীরবর্তী গাছ-কুমুল্লী, বারপাখিয়া এবং নাগরপুর উপজেলার ঘোনাপাড়াসহ বাবুপুর-লাউহাটি এফসিডি প্রকল্প এলাকায় তীর সংরক্ষণ প্রকল্প।