বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদিয়া এয়ারলাইনসের হজ ফ্লাইট সোমবার শেষ হয়েছে। তবে এখনো আশকোনার হজ ক্যাম্পে রয়ে গেছেন শতাধিকের বেশি হজযাত্রী। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা এখনো ক্যাম্পে অবস্থান করছেন। নানা জটিলতার পর বাংলাদেশের অধিকাংশ হজযাত্রী এবার সৌদি আরবে যাওয়ার সুযোগ পেলেও শেষ পর্যন্ত ৩৯৭ জন যেতে পারছেন না ভিসা না পাওয়ার কারণে।বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন সোমবার তার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, অনেক ঝুট ঝামেলার পরেও এ বছর ১ লাখ ২৭ হাজার ১০৩ জন হজে গিয়েছেন। যাওয়ার কথা ছিল ১ লাখ ২৭ হাজার ৫০০ জনের। সে হিসেবে ৩৯৭ জন যাত্রী ভিসা, টিকেট ও অন্যান্য সমস্যার কারণে যেতে পারছেন না।মন্ত্রী জানান, বিমানের শেষ হজ ফ্লাইট রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে গেছে। সোমবার বিকাল ৫টা ও রাত সোয়া ৮টায় সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে।ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন দাবি করেছেন, ভিসাপ্রাপ্ত ৮১ জন হজযাত্রী টিকিট পাননি। তাঁদের রাত ৮টা ১০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে সৌদি আরব পাঠানোর চেষ্টা চলছে।এদিকে হজ যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে টিকিট না দেওয়ার অভিযোগে ইকো অ্যাভিয়েশনের একজন গ্র“প লিডার আতাউর রহমান ও তাঁর স্ত্রীকে আজ আটক করে বিমানবন্দর থানায় নিয়ে গেছে পুলিশ। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইজাজ শফি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আশকোনার হজ ক্যাম্পে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন এজেন্সিকে টাকা দিয়েও টিকিট পাননি এমন হজ যাত্রীরা ক্যাম্পে অবস্থান করছেন। মদিনা এয়ার ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন, ইকো ট্রাভেলস, সাউথ এশিয়ান ট্রাভেলস, আশা অ্যাভিয়েশন, গ্লোবাল এয়ারসহ প্রায় ১২টি এজেন্সির ৯০ জন হজযাত্রী ক্যাম্পের ভেতরে অবস্থান করছেন।এদিকে এই বিষয়গুলো দেখভালের দায়িত্ব যাদের, তাঁদের মধ্য ধর্মমন্ত্রী, ধর্মসচিব, হজ পরিচালক গতকাল রাতে সৌদি আরব গেছেন। হজ ক্যাম্পের সহকারী হজ অফিসার আবদুল মালেকও গত রাত সাড়ে তিনটার বাংলাদেশ বিমানের ফ্লাইটে সৌদি আরব গেছেন। তবে আজ সকাল থেকে তাঁর কক্ষে আলো ও ফ্যান চালানো অবস্থায় দেখা যায়। কক্ষের দরজাও খোলা রয়েছে। তবে বেলা আড়াইটা পর্যন্ত চেয়ারে কাউকে বসতে দেখা যায়নি।
দুপুর ১২টার দিকে ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন হজ ক্যাম্পে আসেন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বস্ত করেন যারা বাকি রয়েছেন তাদের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।পুলিশ আশকোনা হজ ক্যাম্পে রয়ে যাওয়া যাত্রীদের একটি তালিকা তৈরি করেছে। এখন পর্যন্ত ১০৮ জনের নাম উঠেছে তালিকায়। এ তালিকায় টাকা দিয়েও ভিসা পাননি এমন ব্যক্তিরাও আছেন। এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এবারে হজযাত্রা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, তার মূল কারণ হজ এজেন্সিগুলোর প্রতারণামূলক কর্মকান্ড। যেসব হজ এজেন্সি ও ট্রাভেল এজেন্ট এই জটিলতার সঙ্গে জড়িত, তাদের লাইসেন্স বাতিলের পাশাপাশি জরিমানা করা হবে।সোমবার সচিবালয়ে হজযাত্রা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি বলেন, হজযাত্রা নিয়ে এত দিন যে জটিলতার সৃষ্টি হয়েছিল, সেটা সবার সহযোগিতায় সমাধান হয়েছে। যেসব হজযাত্রীর ভিসা ও টিকিট হয়েছিল, তাঁরা সবাই হজ করতে মক্কায় গিয়েছেন।
মন্ত্রী জানান, এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ৫০০ জনের হজে যাওয়ার কথা ছিল। এর মধ্যে গেছেন ১ লাখ ২৭ হাজার ১০৩ জন। বাকি আছে ৩৯৭ জন। এঁদের হয়তো ভিসা হয়নি বা টিকিট করেনি। তবে তিনি বলেন, এর মধ্যে যদি কারও টিকিট করা থাকে, তাহলে আজ বিকেল সোয়া ৫টা ও রাত ৮টা ১০ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট আছে। তাতে করে তাঁদের পাঠানো হবে।এ সময় বিমানমন্ত্রী আরও বলেন, আগামী বছর যেন হজযাত্রা নিয়ে এ ধরনের জটিলতা সৃষ্টি না হয়, সে জন্য ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে মিলে পরিকল্পনা করা হবে। আটকে যাওয়া ৩৯৭ জনের মধ্যে কারও ক্ষেত্রে যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে তারা ওই দুটি ফ্লাইট ধরতে পারবেন।অবশ্য তেমন সম্ভাবনা ‘একেবারেই ক্ষীণ’ বলে জানিয়েছেন হজ ফ্লাইটের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা।মন্ত্রী বলেন, এ বছর বিমান ৬৪ হাজার ৮৭৩ জন এবং সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্স ৬২ হাজার ২৩০ জন হজযাত্রী বহন করছে।
ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি পরিশোধ ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে বাংলাদেশ বিমানের ২৪টি ফ্লাইট এবং সৌদিয়ার চারটি ফ্লাইট এবার বাতিল করতে হয়েছে।হজ এজেন্সিগুলোর কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছিল জানিয়ে মেনন বলেন, শেষ পর্যন্ত আমাদের হজ এজেন্সি ধরে আনতে র্যাব ইউজ করতে হয়েছে। তাদের ধরে নিয়ে এসে টাকা আদায়ের জন্য। যেসব হজ এজেন্ট এই জটিলতার জন্য দায়ী, তাদের চিহ্নিত করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এটা মূলত ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। যেসব ট্র্যাভেল এজেন্ট টিকেট নিয়ে যাত্রী দেননি, তাদের লাইসেন্স আমরা বাতিল করার পদক্ষেপ নেব।