রাজধানীর হাটগুলোয় এবার কিছুটা আগেই আনা হয়েছে কোরবানির পশু।কারো কারো মতে, দেশের বেশ কিছু অঞ্চলে বন্যার কারণে গো-খাদ্যের ঘাটতি থাকায় হাটে গরু নিয়ে এসেছে খামারিরা। আবার অনেকের ধারণা, ভারতীয় গরু এলে দাম কমে যেতে পারে এবং হাটে স্থানসংকট হতে পারে, এমন আশঙ্কায় কয়েক দিন আগেই গরু আনা হয়েছে। তবে গরু আগে এলেও বিক্রি শুরু হয়নি হাটে। অনেকে হাটে গিয়ে দরদাম যাচাই করছে। প্রতিটি হাটেই সরকারি কয়েকটি সংস্থার পক্ষ থেকে নিরাপত্তাসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার রাজধানীর কয়েকটি হাট ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা যায়, এবার তারা ১৫টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দিয়েছে। এসবের মধ্যে ৯টি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর ছয়টি দরপত্র ছাড়া দেওয়া হয়েছে। এ নিয়ে এরই মধ্যে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে।ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে সাতটি হাট ইজারা দেওয়া হয়েছে বলে জানা গেছে।আর স্থায়ী হাট হিসেবে গাবতলী হাটেও ব্যাপক পশু এসেছে।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ট্রাক ও ভ্যানে করে গত শুক্রবার থেকে রাজধানীর প্রায় সব হাটে গরু আনা শুরু হয়েছে। এবার হাটে দেশি গরু বেশি আসছে। রাজধানীর আশপাশ থেকেও অনেক খামারি গরু নিয়ে আসছে। কোরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা গরু-ছাগলে জমে উঠেছে ঢাকার পশুর হাটগুলো, এখন ক্রেতা সমাগমে ‘ভালো দামে’ বিক্রির আশায় আছেন বিক্রেতারা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাতটি অস্থায়ী হাটে বেচাকেনা শুরু হচ্ছে সোমবার। তবে দক্ষিণের ১৫টি হাটে বেচাকেনা শুরু হবে মঙ্গলবার থেকে।এর বাইরে গাবতলীর স্থায়ী হাটে কোরবানির পশু বেচাকেনা হবে।কয়েক দিন ধরেই রাজধানীর এই হাটগুলোতে ট্রাক ভরে আসছে গরু, ছাগল ও মহিষ।
শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠের অস্থায়ী হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে গরু নিয়ে আসছেন বিক্রেতারা। তবে দীর্ঘ যাত্রায় অনেক গরু দুর্বল হয়ে পড়ে। ট্রাক থেকে নামানোর সময় পাটাতনে শুয়ে পড়া একটি গরুকে অনেকক্ষণ টানাটানি করেও নামাতে পারছিলেন না কুষ্টিয়া থেকে আসা ব্যবসায়ী আবুল কাসেম ও তার সঙ্গীরা।কাসেম বলেন, যানজটের কারণে ঢাকায় আসতে তিনদিন লেগেছে তাদের।তিনদিন আমরা খাতি পারি নাই। গরুকেও খাওয়াতি পারি নাই। গরুগুলান খুব কাহিল হয়া গেসে। দুদিন খালি পরে শরীরে বল পাবিনে।ঝিনাইদহ থেকে আটটি বড় আকারের গরু নিয়ে এসেছেন রেজাউল করিম। এসব গরুর প্রতিটির দাম এক লাখ টাকার উপরে বলে জানান তিনি।এখনও হাটে ক্রেতারা তেমন আসছে না জানিয়ে রেজাউল বলেন, দুয়েকজন এসে গরুর দাম বলছে। কিনা দামের চেয়ে ৫ হাজার ১০ হাজার টাকা কম বলছে। আসছে, একটা মশকরা দাম মারছে। বেচাকেনা শুরু হয় নাই। বেচাকেনা শুরু হলে মনে অয় ভালো বেচা যাতি পারে।এদিন নাতিকে নিয়ে ফকিরাপুল থেকে মৈত্রী সংঘের মাঠে আসেন আবদুল কাদের। ঘুরে ঘুরে গরু দেখেন তিনি। জানালেন, দাম ঠিক হলে কিনে ফেলবেন।এখনও হাট শুরু হয়নি পুরোদমে। এজন্য বিক্রেতারা দাম অনেক বেশি চাচ্ছে। আরও কদিন দেখি, যাচাই করি, পরে কিনে ফেলব।
কমলাপুর অস্থায়ী হাটেও কোরবানির পশু আসতে শুরু করেছে গত তিন-চার দিন থেকে।তবে এই হাটের প্রস্তুতি এখনও শেষ না হওয়ায় গরু ঢোকাতে পারছেন না বিক্রেতারা। কমলাপুরের বিভিন্ন সড়ক, গোপীবাগ, মানিকনগর এলাকার বিভিন্ন অলি-গলিতে গরু রাখছেন তারা। বেশিরভাগ গরু রাখা হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পাশে।সড়কে গরু রাখায় পুলিশ এসে দড়ি কেটে দিচ্ছে বলে জানান চুয়াডাঙার আলমডাঙা থেকে আসা ব্যবসায়ী আবদুর রশিদ।তিনি বলেন, আমাগের হাটে ঢোকার অনুমতি দেচ্ছে না। কচ্ছে রাত ১২টার পর ঢুকতে। আমার গরু রাকছি রেললাইনের ধারে। সেইখানে রাকলি পরে পুলিশ আইসে গরুর দড়ি কাইটে দেচ্ছে।দনিয়া কলেজের পাশের খালি জায়গায়ও কোরবানির পশুর হাট বসিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রোববার সেখানে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা।এই হাটে ২১টি গরু নিয়ে এসেছেন কুষ্টিয়ার দৌলতপুরের নিজামউদ্দিন। গরুগুলো নিজের বাড়িতে লালনপালন করেছেন বলে জানান তিনি।ভারত থেকে গরু কম আসায় এবার ভালো দাম পাবেন বলে আশা করছেন নিজামউদ্দিন।তিনি বলেন, এইবার বাজারে গরু কম। কিন্তু বডারে গরু আসিলে আমাগের লস হবে। এইবার বডারে গরু আসপে না। আমাগের বাড়ি কুষ্টিয়ায়, বডারের ধারে। আমাগের বডারে যদি গরু না আসে তাইলে পরে অন্য বডারে আসপে কী কইরে? সোমবার থেকে হাটগুলোতে কোরবানির পশু কেনাবেচা শুরু হচ্ছে জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, আমরা সব প্রস্তুতি শেষ করেছি। প্রথমে নয়টি হাটের প্রস্তাব থাকলেও মন্ত্রণালয় থেকে বনরূপা হাউজিং এবং আশিয়ান সিটির খালি জায়গায় হাটের অনুমতি দেওয়া হয়নি। এ কারণে সাতটি হাটে কেনাবেচা হবে।সোমবারের মধ্যে হাটের প্রস্তুতি শেষ করে মঙ্গলবার থেকে কোরবানির পশু ঢুকতে দেওয়া হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী।তিনি বলেন, প্রথমে নয়টি হাটের অনুমোদন থাকলেও পরে চাহিদার ভিত্তিতে আরও ছয়টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে।হাটের বর্জ্য অপসারণে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করব। ভিজিলেন্স টিমের জন্য বুথ, ওয়াচ টাওয়ার করা হয়েছে হাটে। প্রতিটি হাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন পশু চিকিৎসক থাকবেন। আমরা কিছু ওষুধও দেব অসুস্থ পশুর চিকিৎসায়।
মেরাদিয়া বাজার, শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ, গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা, হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন খালি জায়গা, আরমানিটোলা খেলার মাঠ ও আশপাশের খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, পোস্তগোলা শ্মশান ঘাটসংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠ ও ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন ট্রাক টার্মিনাল ও এর পাশের খালি জায়গা।উত্তরে যেসব জায়গায় হাট: উত্তরা ১৫ নম্বর সেক্টরের প্রথম গোলচত্বর সংলগ্ন খালি জায়গা, ভাটারা (সাঈদ নগর) পশুর হাট, বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের (আফতাব নগর) পূর্ব পাশের খালি জায়গা, মোহাম্মদপুর বছিলা বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন পুলিশ লাইন্সের খালি জায়গা, মিরপুর ৬ নম্বরে ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, মিরপুর ডিওএইচএসের পাশে সেতু প্রোপার্টিজ সংলগ্ন ফাঁকা জায়গা, খিলক্ষেত ৩০০ ফুট সড়ক ও দক্ষিণ পাশের বসুন্ধরা আবাসিক এলাকার সীমানা প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা জায়গা।