বিচার বিভাগ ক্ষমতার অপব্যবহার করে জাতীয় সংসদকে অসম্মান করেছে- রাশেদ খান মেনন

0
0

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জাতীয় সংসদকে কটাক্ষ করার অর্থ জনগণকে কটাক্ষ করা। কারণ জনগণই রাষ্ট্রের মালিক। আর তাদের সেই মালিকানাকে কার্যকর করে জাতীয় সংসদের মাধ্যমে। সেই সংসদকে অপরিপক্ক ও অকার্যকর করার অর্থ জনগণের বিচার বুদ্ধি সম্পর্কে প্রশ্ন তোলা। প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর রায়ে তার পর্যবেক্ষণে অপ্রাসঙ্গিকভাবে সংসদকে টেনে সেই জনগণকে অসম্মান করেছেন। প্রধান বিচারপতি যদি তার ওই মন্তব্য স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে না নেন, তাহলে সংসদকেই তার সম্মান রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংসদ কোন অন্যায় কাজ করে নাই। বরং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং বিচারের সাংবিধানিক যে ক্ষমতা রয়েছে, বিচার বিভাগ সেই ক্ষমতার অপব্যবহার করে জাতীয় সংসদকে অসম্মান করেছে। আমাদের দূর্ভাগ্য আমাদের সুপ্রীম কোর্ট সংবিধানের মূলনীতি বাদ দিয়ে মার্শাল ল ডিক্রী বা মার্শাল ল বিধানকে বহাল রাখলেন। তার চেয়েও বড় দূর্ভাগ্য হচ্ছে তারা সংসদকে কটাক্ষ করে দেশের জনগণকে অসম্মান করেছে। জনগণকে অস্বীকার করে কোনদিন কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নি, ভবিষ্যতে পারবেও না।

তিনি শনিবার দুপুরে গাজীপুর জেলা ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আব্দুল মজিদের সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, সারা দেশে যখন বন্যা চলছে, মানুষের আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠেছে। তখন ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিতর্কের ঝড় চলছে। আর এ নিয়ে প্রধান বিচারপতি তার রাগ প্রকাশ করতে গিয়ে বাংলাদেশের জনগণকে পাকিস্তানের জনগণের সঙ্গে তুলনা করে তীব্র সমালোচনা করেছেন। বাংলাদেশের জনগণ ও পাকিস্তানের জনগণ এক নয়। বাংলাদেশের জনগণের দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্য রয়েছে। তাই তারা যে কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যেমনটি হয়েছে ষোড়শ সংশোধনী রায়ের ক্ষেত্রে। এ নিয়ে প্রধান বিচারপতির আশ্চার্য হওয়ার কিছুই নেই। তার বিরূপ মন্তব্য করার কোন অধিকার নেই।

তিনি আরো বলেন, একটি রাষ্ট্রের তিনটি স্তম্ভ হচ্ছে-আইনসভা অর্থাৎ সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ। যা পরষ্পরের সম্পর্ক শ্রদ্ধা ও সম্মানের। কেউ কাউকে অসম্মান করে নিজের সম্মান রক্ষা করতে পারে না। তাই বিচার বিভাগের সম্মান অক্ষুন্ন রাখতেই সংসদের সম্মান রাখতে হবে।

কর্মী সভায় ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নুর আহমেদ বকুল, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, মীর দেলোয়ার হোসেন, লেহাজ উদ্দিন, আব্দুল মতিন, নাজমুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন।