রাজধানীর গুলশানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঘটনার পর শুক্রবার দুপুরে এই ঘটনায় পুলিশ কনস্টেবল ইমরানকে ক্লোজ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হোটেল ওয়েস্টিনের সামনে কর্তব্যরত পুলিশ সদস্যের শটগান থেকেই শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ হন। তার শরীরের বিভিন্ন স্থানে গুলির স্পিøন্টার বিদ্ধ হয়। তাকে রাতেই ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সচিব শাহেদুল খবির চৌধুরী গুলশান-২ নম্বরে হোটেল ওয়েস্টিনের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই সময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল ইমরান তার শটগানের গুলি লোড করছিলেন। অসাবধানতাবশত একটি গুলি বের হয়ে সচিবের গায়ে লাগে। আনুমানিক ১০ গজ দূর থেকে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।চিকিৎসকরা জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত। তিনি বকশি বাজারে ঢাকা শিক্ষা বোর্ডের কোয়ার্টারে থাকেন। ওসি আরও জানান, ইমরান ৩ মাস আগে পুলিশে কনস্টেবল পদে যোগ দেন। তিনি পাবলিক ওয়ার্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত। ঘটনাটি তদন্তে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।